শনিবার ২৩ নভেম্বর ২০২৪ ৮ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   ফিল্ম সিটি থেকে বাদ দেওয়া হচ্ছে ‘বঙ্গবন্ধুর’ নাম   সিলেটের সাবেক সংসদ সদস্য ইয়াহিয়া গ্রেপ্তার   অনন্য অসাধারণ শেখ হাসিনা আমাদের গর্ব   নরসিংদীতে ‘থার্টি ফার্স্ট’ উপলক্ষে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে কোপালো সন্ত্রাসীরা   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
এবার বাঘের গলায় রেডিও কলার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০, ৫:১৯ পিএম আপডেট: ২৯.১২.২০২০ ৫:৩২ পিএম | অনলাইন সংস্করণ

এবার বাঘ ও মানুষের সংঘাত কমাতে অভিনব পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গের বন দফতর। বাঘের গতিবিধি সম্পর্কে জানতে পূর্ণবয়স্ক একটি পুরুষ বাঘের গলায় রেডিও কলার পরিয়ে ছাড়া হলো সুন্দরবনে। ভবিষ্যতে আরও তিনটি বাঘের গলায় রেডিও কলার পরানোর পরিকল্পনা রয়েছে বলে বন দফতর পক্ষ থেকে জানানো হয়েছে।

এবিপি আনন্দ তাদের এক প্রতিবেদনে জানায়, সুন্দরবনে বাঘের সঙ্গে মানুষের সংঘাত যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তা সে মধু সংগ্রহে জঙ্গলে যাওয়া হোক বা মিন ধরতে জঙ্গলসংলগ্ন নদীর পাড়ে যাওয়া হোক। বন দফতরের অনুমতি নিয়ে জঙ্গলে ঢুকেও অনেক সময় বাঘের আক্রমণে প্রাণ হারাতে হয় সুন্দরবনের মধু সংগ্রহকারীদের ও মৎস্যজীবীদের। এরপরই সুন্দরবনের গতিবিধি পর্যবেক্ষণে রাখতে একটি রয়েল বেঙ্গল টাইগারের গলায় রেডিও কলার পরিয়ে ছাড়া হলো উত্তর ২৪ পরগনা জেলার হরিখালি বিটের হরিণভাঙ্গা জঙ্গলে। বাঘ ছাড়ার সময় ড্রোনের মাধ্যমে কিছুক্ষণ নজর রাখা হয় বাঘটির ওপর।

বন দফতরের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, শনিবার হরিখালির জঙ্গল থেকেই ধরা হয় বাঘটিকে। বাঘটির বয়স আনুমানিক ১২ বছর। পূর্ণবয়স্ক এই বাঘটিকে খাঁচাবন্দি করে দিনভর চলে রেডিও কলার পরানোর কাজ। রোববার (২৭ ডিসেম্বর) বাঘটিকে ফের ছেড়ে দেওয়া হয় জঙ্গলে।

বন দফতর জানায়, একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যৌথভাবে রেডিও কলার পরানোর কাজ করেন বন দফতরের কর্মকর্তারা। রেডিও কলার থেকে পাওয়া সিগন্যালের মাধ্যমে ম্যাপিং করে বাঘটির গতিবিধি সম্পর্কে জানা যাবে। ফলে বাঘের আস্তানাগুলোকে নতুন করে চিহ্নিত করা সম্ভব হবে বলেও জানান তারা।

বন দফতর আরও জানিয়েছে, স্যাটেলাইটের মাধ্যমে সংগৃহীত সব তথ্য দেওয়া হবে ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অব ইন্ডিয়ার কাছে। চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেনের পক্ষ থেকে ভি কে যাদব বলেন, আমরা গবেষণা করে দেখব বাঘটি কখন কোথায় আছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
https://www.dailyvorerpata.com/ad/BHousing_Investment_Press_6colX6in20200324140555 (1).jpg
https://www.dailyvorerpata.com/ad/last (2).gif
https://www.dailyvorerpata.com/ad/431205536-ezgif.com-optimize.gif
https://www.dailyvorerpata.com/ad/agrani.gif
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]