পদ্মায় ধরা পড়ল বিশাল আকৃতির কাতলা, বিক্রি হল যত টাকায়!
আবুল হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ি) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০, ২:১৩ পিএম | অনলাইন সংস্করণ
রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় প্রবাহমান পদ্মা ও যমুনা নদীর মোহনায় প্রতিনিয়তই ধরা পড়ছে নানান ধরনের সুস্বাদু বড় বড় সাইজের কাতলা, বোয়াল, রুই, পাঙ্গাস, বাঘাইড়সহ বিভিন্ন প্রজাতির দেশীয় নদীর মাছ।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে দৌলতদিয়া ৫নং ফেরি ঘাটের অদুরে বাহির চর দৌলতদিয়া কার্গো ঘাটায় পাবনার জেলে গুরু হালদারে জালে ২৭ কেজি ওজনের ১টি কাতলা কাতলা মাছ ধরা পড়ে।
জেলে গুরু হালদার বলেন, প্রতিদিনের মত সহযোগীদের নিয়ে পদ্মায় মাছ শিকার করতে যাই। সকালের দিকে জাল তুলতেই মাছটি ভেসে ওঠে। মঙ্গলবার সকালে মাছটি নিয়ে দৌলতদিয়া ছকো মোল্লার মৎস্য আড়তে পৌঁছাতেই স্থানীয় মৎস্য ব্যবসায়ী মোঃ চান্দু মোল্লা খবর পান নদীতে বড় কাতলা মাছ ধরা পড়ায় সেখানে ছুটে আসেন। পরে মাছটি উন্মুক্ত নিলামে উঠলে সর্বোচ্চ ১৬৫০ টাকা কেজি দরে ৪৪ হাজার ৫৫০ টাকা দিয়ে মাছটি ক্রয় করেন। তিনি মাছটি ১৭০০ থেকে ১৮০০ টাকা কেজি দরে বিক্রি করবে বলে দেশের বিভিন্ন স্থানে ক্রেতাদের সাথে মুঠোফোনে যোগাযোগ করছেন।
এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, বর্তমানে পদ্মা নদীর পানি কমার যাওয়ার কারনে যমুনার মোহনায় এখন প্রায়ই জেলেদের জালে ধরা পড়ছে বড় আকৃতির বিভিন্ন প্রজাতির সুস্বাদু মাছ। এ ধরনের মাছ সাধারণত ফ্যাসন, দশন, কৌনা, কচাল ও চাকা ওয়ালা ঘাইলা ব্যার জালে ধরা পড়ে।