প্রকাশ: সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০, ৭:২৯ পিএম | অনলাইন সংস্করণ
গাজীপুর জেলার ICT4E শিক্ষক অ্যাম্বাসেডর নির্বাচিত হয়েছেন কালীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সেন্ট নিকোলাস স্কুল এন্ড কলেজের আইসিটি শিক্ষক মো. বিপ্লব হোসেন। সোমবার (২৮ডিসেম্বর) দুপুরে তিনি স্থানীয় সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
শিক্ষক বিপ্লব হোসেন উপজেলার নাগরী ইউনিয়নের পানজোরা গ্রামের মো. শামসুদ্দিন মিয়া ও মোসা. হনুফা বেগম দম্পত্তির ৪র্থ সন্তান। তার আরো তিন ভাই ও দুই বোন রয়েছে। তারা স্ব-স্ব স্থানে প্রতিষ্ঠিত। ব্যক্তি জীবনে তিনি বিবাহিত এবং এক পুত্র সন্তানের জনক।
জানা গেছে, কোভিড-১৯ করোনা পরিস্থিতিতে দেশের শিক্ষা ব্যবস্থা যখন প্রায় স্থবির ঠিক তখনই তিনি নিজ উদ্যোগে কালীগঞ্জ উপজেলায় সর্ব প্রথম অনলাইন ক্লাস শুরু করেন। যে কারণে শিক্ষক বিপ্লব হোসেন স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকমহলে বেশ প্রশংসিত হয়েছেন। তিনি নাগরী ইউনিয়নের অ্যাম্বাসেডর ও মাস্টার ট্রেইনার হিসেবে গত কয়েক বছর ধরে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি চলতি বছরের শুরু থেকে অদ্যবধি কালীগঞ্জ উপজেলার মাস্টার ট্রেইনার হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করছেন। যে কারণে তিনি অতি সম্প্রতি গাজীপুর জেলা ওঈঞ৪ঊ শিক্ষক অ্যাম্বাসেডর নির্বাচিত হয়েছেন।
এক প্রতিক্রীয়ায় শিক্ষক বিপ্লব হোসেন বলেন, বিজয়ের মাসে এমন সু-সংবাদ সবার জন্যই আনন্দের। তাছাড়া এটা আমার পরিশ্রমের ফসল। মুুজিববর্ষে এমন অর্জনকে অন্য উচ্চতায় নিয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি। জেলার ICT4E শিক্ষক অ্যাম্বাসেডর নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়, জেলা ও উপজেলা শিক্ষা অফিসসহ সংম্লিষ্ট সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন ওই শিক্ষক। পাশাপাশি নিজের উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য পালনে তিনি সকলের দোয়া ও সহযোগিতা করেছেন।
কালীগঞ্জ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর-ই-জান্নাত জানান, শিক্ষক বিপ্লব খুব দক্ষক একজন শিক্ষক। তিনি আইসিটিতে বেশ পরিশ্রম করেন। আর পরিশ্রম করেন বলেই তিনি এমন পুরস্কার পেলেন। তাঁর পরিশ্রমের এ ধারা অব্যহত থাকলে ভবিষ্যতে তিনি আরো ভাল করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন এই শিক্ষা কর্মকর্তা।