ভালুকা পৌর নির্বাচনে আ. লীগের মনোনয়ন পেলেন কাইয়ুম
প্রকাশ: সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০, ৭:২০ পিএম | অনলাইন সংস্করণ
আগামী ৩০ জানুয়ারি তৃতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে ভালুকা পৌরসভা নির্বাচন। আর তাতে অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রার্থী চূড়ান্ত করেছেন।
মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন (নৌকা প্রতীক) পেয়েছেন ভালুকা উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার একে. এম. মেজবাহ উদ্দিন কাইয়ুম।
দলীয় সূত্রে জানা যায়, শনিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার (উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন) জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। আর সেই সভা থেকে ভালুকা পৌরসভার নির্বাচনে মেয়র পদে পাঁচজন প্রার্থীর মধ্যে একক মেয়র প্রার্থী হিসেবে ডাক্তার একে. এম. মেজবাহ উদ্দিন কাইয়ুমকে মনোনয়ন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে মঙ্গলবার (২২-২৩ ডিসেম্বর) আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয় থেকে দশ হাজার টাকার বিনিময়ে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন। এরপর মনোনয়নপত্র পূরণ করে জমা দিয়েছেন দলের পাঁচজন মেয়র প্রার্থী।
তারা হলেন-বর্তমান মেয়র ও ভালুকা উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার একে. এম. মেজবাহ উদ্দিন কাইয়ুম, ভালুকা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. সালাহ উদ্দিন সরকার, বর্তমান ভালুকা পৌর যুবলীগের সভাপতি মো. আলমগীর হোসেন সোহেল, উপজেলা মুক্তিযোদ্বা সন্তান কমান্ড সভাপতি সাদিকুর রহমান তালুকদার ও আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মাসুদ পারভেজ।
উল্লেখ্য, নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ সময় ৩১ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই ৩ জানুয়ারি, প্রত্যাহার ১০ জানুয়ারি এবং ভোটগ্রহণ হবে ৩০ জানুয়ারি।