প্রকাশ: সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০, ৭:১৮ পিএম | অনলাইন সংস্করণ
'আমরা গরীব মানুষ তাঁত শিল্পে সুতা কাটার কাজ করতাম।করোনা ও বন্যার কর্মহীন হয়ে পড়েছিলাম।অনাহারে-অর্ধাহারে দিনাতিপাত করতাম।দু’চোখে শুধু অন্ধকার দেখতাম।স্থানীয় ইউনিয়ন পরিষদের মাধ্যমে ৪০ দিনের কর্মসুচির কাজ করে পেটের ভাত জোগার করছি।'
সোমবার টাঙ্গাইলের কালিহাতীর বল্লা ইউনিয়নের বল্লা গোরস্থান পাড়ায় প্রধান মন্ত্রীর কর্মহীন হতদরিদ্রদের জন্য কর্মসৃজন কর্মসুচির আওতায় ৪০ দিনের কর্মসুচিতে কর্মরত নারী শ্রমিক রেবেকা(৪৫),লক্ষী রানী(৫০),লুৎফুন্নাহার(২২),খাদিজা(২০),মাহমুদা(৪০),নাজমা(৩০),আরতি(৩২),ময়না(৩০) সবাই একই সুরে এসব কথা বলেন।
বল্লা ইউপি চেয়াম্যান হাজী চান মাহমুদ পাকির জানান,বল্লা একটি তাঁত শিল্প এলাকা করোনা ও গত বন্যায় প্রায় তাঁত শিল্প বন্ধ হয়ে গেছে।এ শিল্পের সাথে জড়িত নারী শ্রমিকরা বেককর হয়ে পড়েছে।তাদের বেকারত্ব দুর করতে ৪০দিনের কর্মসুচিতে তারা কাজ করছেন।
উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকরর্তা সেহাব উদ্দিন জানান,কালিহাতী উপজেলার ১৩টি ইউনিয়নে ৫৯টি প্রকল্পের মাধ্যমে ২হাজার ৮৩জন জন হতদরিদ্র কর্মহীন নারী পুরুষ গ্রামীণ রাস্তা,কবরস্থান,ঈদগা মাঠে মাটি ভরাটের কাজ করছে।
কর্মহীন হতদরিদ্রদের জন্য কর্মসৃজন কর্মসুচির আওতায় প্রতিদিন ২’শ টাকার মজুরিতে ৪০ দিন কাজ করতে পারবেন এক জন শ্রমিক।কাজ চলমান অবস্থায় ১৫০ টাকা করে পাবেন।আগামী জুলাই মাসে বাকি ৫০টাকা পরিশোধ করা হবে।ব্যাংক এ্যাকাউন্টের মাধ্যমে উত্তোলন করতে হয়।