প্রকাশ: সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০, ৬:৫৩ পিএম | অনলাইন সংস্করণ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের অধিকাংশ কর্মকর্তাদের ডেস্ক অফিস টাইমেও ফাকাঁ দেখা যায়।
সরজমিনে বিভিন্ন দপ্তর ঘুরে দেখা যায়, অফিস টাইম সকাল ১০ টা হলেও বেলা ১২ টা বেজে গেলেও কর্মকর্তাদেরকে মিলে না।
এতে যথাসময়ে বিভিন্ন সেবা থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। কর্মকর্তারা সঠিক সময়ে না আসার ফলে এর সুযোগ নিচ্ছে অধনস্থ কর্মচারীরা।
গত কয়েকদিন পুর্বে নিয়ন্ত্রক দপ্তরে গেলে বেশ কিছু শিক্ষার্থীদের হৈ-হুল্লোড় দেখা যায়।
কারণ জিজ্ঞাসাবাদ করলে এক শিক্ষার্থী ক্ষোভের সাথে জানায়, "এখন দুপুর প্রায় ১২ টা। এখনো এই ডেস্কের কর্মচারী নাই। ফোনে বারবার যোগাযোগ করার চেস্টা করলেও উনি ফোন তুলছে না। এই যদি হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন এর নিয়মানুবর্তিতা, তাহলে এর শেষ কোথায়!! আমরা শিক্ষার্থীরা আর কত ভোগান্তির শিকার হবো!!!""
এই বিষয়ে পরিক্ষা নিয়ন্ত্রকের সাথে যোগাযোগ করলে উনি দুঃখ প্রকাশ করেন।
পরিবহন পুল, শারিরীক শিক্ষা বিভাগ সহ বিভিন্ন বিভাগেও অফিস ফাঁকার মতো দৃশ্য পরিলক্ষিত হয়।
এই বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড.মো.হুমায়ুন কবীর বলেন, বৈশ্বিক মহামারী জন্য ক্যাম্পাস বন্ধ থাকায় স্বাস্থ্যবিধি মেনে চলতে হয়। আর যেহেতু ক্লাস বন্ধ তাই কারো প্রয়োজন ছাড়া কর্মকর্তারা কম আসেন। এখন যেহেতু স্বাভাবিক পরিস্থিতি নেই। আর কোন শিক্ষার্থীর প্রয়োজন হলে ঐ নিদিষ্ট অধিদপ্তরে যোগাযোগ করে আসার আহ্বান করেন। আর এই যোগাযোগ করে এসে যদি না পায় তাহলে অভিযোগ করা যায়।
তবে ঐ ঘটনার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।