প্রকাশ: সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০, ১:১২ পিএম | প্রিন্ট সংস্করণ
ক্রিকেটের উদীয়মান শক্তি আফগানিস্তান। যদিও খুব দ্রুততম সময়ের মধ্যে আইসিসির পূর্ণ সদস্য হিসেবে নাম লিখে নিয়েছে তারা। এরই মধ্যে খেলে ফেলেছে বেশ কয়েকটি টেস্ট ম্যাচ এবং জয়ও তুলে নিয়েছে তারা। তবে আফগানিস্তান সবচেয়ে ভালো টি-টোয়েন্টি ফরম্যাটে। ছোট ফরম্যাটে আফগানরা অনেক বড় বড় শক্তিকেও চ্যালেঞ্জ জানাতে পারে। আইসিসি র্যাংকিংয়ে বাংলাদেশের সামনে থেকে সেটাই প্রমাণ করছে তারা।শুধু তাই নয়, এবার আইসিসির দশকসেরা একাদশে আফগান ক্রিকেটার রশিদ খান নাম লিখে নিজেদের সেই স্রেষ্ঠত্বেরই যেন প্রমাণ রাখলেন। যেখানে পাকিস্তানের মত দেশের কোনো ক্রিকেটার এই তালিকায় ঠাঁই পাননি।অন্য দুই ফরম্যাটের মত টি-টোয়েন্টির সেরা একাদশে নিজের নাম লিখে নিয়েছেন বিরাট কোহলি। ওয়ানডে দলের মত টে-টোয়েন্টিতেও রয়েছেন মহেন্দ্র সিং ধোনি এবং রোহিত শর্মা। ভারতের আরও একজন আছেন এই দলে। তিনি হলেন জসপ্রিত বুমরাহ। ওপেনিংয়ে রোহিত শর্মার সঙ্গে অবধারিতভাবে রয়েছেন টি-টোয়েন্টির সবচেয়ে বড় বিজ্ঞাপন ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইল। অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারোন ফিঞ্চও ঠাঁই করে নিয়েছেন এই তালিকায়। অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল টি-টোয়েন্টি বিশেষজ্ঞ। তার নাম না থাকা ছিল অস্বাভাবিক। দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সও ঠাঁই করে নিয়েছেন এই তালিকায়। ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড, আফগানিস্তানের রশিদ খান এবং শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা রয়েছেন টি-টোয়েন্টির দশকসেরা একাদশে।
আইসিসির দশকসেরা টি-টোয়েন্টি একাদশ
রোহিত শর্মা (ভারত), ক্রিস গেইল, অ্যারোন ফিঞ্চ, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, গ্লেন ম্যাক্সওয়েল, এমএস ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), কাইরন পোলার্ড, রশিদ খান, জসপ্রিত বুমরাহ, লাসিথ মালিঙ্গা।