প্রকাশ: সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০, ১:০৬ পিএম | প্রিন্ট সংস্করণ
ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্য ইস্যুতে বক্তব্য দেওয়ার প্রেক্ষাপটে তেল আবিবে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতকে তলব করে ইসরায়েল। তবে নিজেদের রাষ্ট্রদূতের বক্তব্যের প্রতি পূর্ণ সমর্থন দিয়েছে রাশিয়া। মধ্যপ্রাচ্য বিষয়ক ঘোষিত নীতি অনুসরণ করেই তাদের রাষ্ট্রদূত বক্তব্য রেখেছেন বলে জানিয়েছে মস্কো।এর আগে দখলদার ইসরায়েলের সমালোচনা করে বক্তব্য দেয়ায় রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি বিক্তোরভকে তলব করে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। জানা যায়, গত ৮ ডিসেম্বর জেরুজালেম পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে আনাতোলি বিক্তোরভ বলেন, মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টিতে ইরানের কোনো ভূমিকা নেই। বরং ফিলিস্তিনি ও আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সাংঘর্ষিক অবস্থানই এই সমস্যার মূল কারণ। তিনি বলেন, আরব-ইসরায়েল এবং ইসরায়েল-ফিলিস্তিন দ্বন্দ্ব নিরসন নিয়ে জাতিসংঘের যেসব প্রস্তাব রয়েছে, সংশ্লিষ্ট রাষ্ট্রগুলো সেগুলো উপলব্ধি করতে ব্যর্থ হওয়ার কারণেই মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা বিরাজ করছে। ইরানের কার্যকলাপ মধ্যপ্রাচ্যের মূল সমস্যা নয়।সাক্ষাৎকারে রুশ রাষ্ট্রদূত বলেন, সিরিয়ায় বিমান হামলা চালিয়ে ইসরায়েল মধ্যপ্রাচ্যে সহিংসতায় উস্কানি দিচ্ছে। হিজবুল্লাহর ওপর ইসরায়েল হামলা চালাচ্ছে। হিজবুল্লাহ কিন্তু ইসরায়েলে হামলা চালাচ্ছে না। জাতিসংঘের সদস্যভুক্ত স্বাধীন দেশগুলোতে ইসরায়েলের হামলা চালানো উচিত নয় বলেও মন্তব্য করেন আনাতোলি বিক্তোরত। পার্সটুডের এক সংবাদ সম্মেলনে বলা হয়, ওই সাক্ষাৎকার দেয়ায় রুশ রাষ্ট্রদূতকে তলব করে তীব্র ভাষায় ভর্ৎসনা করে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে কথা বলেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। তিনি বলেছেন, তাদের রাষ্ট্রদূতকে তলব করে ইসরায়েল অতি মাত্রায় সংবেদনশীলতা দেখিয়েছে। রাশিয়া মনে করে, ফিলিস্তিন সংকটের সমাধান করার মাধ্যমেই মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা সম্ভব। যা বাস্তবায়নের ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা দিতে রাশিয়া প্রস্তুত রয়েছে।