বড়দিনের ঘূর্ণিঝড়ে লন্ড ভণ্ড ব্রিটেন
প্রকাশ: সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০, ১:০৬ পিএম | প্রিন্ট সংস্করণ
ব্রিটেনের সাউথ কোস্ট অঞ্চলে স্টর্ম বেলা নামে প্রবল ঘূর্ণিঝড়ের আঘাতের বহু মানুষ আহত হয়েছে। এতে হাজার হাজার বাড়িঘ ক্ষতিগ্রন্ত হয়। বৃষ্টিতে সৃষ্ট বন্যায় পানিবন্দী হয় হাজার হাজার মানুষ।গতকাল শনিবারের প্রচ- এ ঝড়ের পর আজ রোববার ফের ঝড় আঘাত হানতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এটিকে গুরুতর পরিস্থিতি বর্ণনা করে সুরক্ষার জন্য দ্রুত বিশেষ পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানানো হয়।দেশটির আবহাওয়া অফিস ৬ নং সতর্কতা জারি করে বিপজ্জনক ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার কথা জানিয়েছিল। ৮০ মাইল বেগে ঝড়ো বাতাস হওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতির পূর্বাভাস দেয়া হয়।ঝড়ে বাড়ির ছাদ থেকে টাইলস খসে পড়েছে, বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পরিস্থিতি আরো খারাপের দিকে যাওয়ার আশঙ্কায় ভ্রমণ বাতিল করা হয়েছে। জানানো হয়, গতকাল রোববার খুব শক্তিশালী ঝড় হতে পারে সাউথ ও সাউথ ইস্ট ইংল্যান্ড এবং সাউথ ওয়েলসে। এ জন্য সংশ্লিষ্ট এলাকায় আগাম সতর্কতামূলক বিশেষ ব্যবস্থা নেয়া হয়। ফায়ার সার্ভিসের সুপারিনটেনডেন্ট স্টিভ অ্যাশডাউন জানান, নর্থ বেডফোর্ডের গ্রেট ওউজ নদীর তীরবর্তী ১ হাজার ৩০০ পরিবারকে স্থানীয় জরুরি কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে। সেখানকার বাস স্টেশনসহ বিভিন্ন স্থান পানিতে তলিয়ে গেছে।নরফোক ও সাফুকে এলাকায় তীব্র বন্যার সৃষ্টি হওয়ায় ক্রিসমাস পালনের আনুষ্ঠান বাধাগ্রস্ত হয়েছে। বন্যার পানি অন্যত্র প্রবাহিত করার চেষ্টা চললেও স্রোতের গতি বেশি থাকায় পরিস্থিতি খুবই জটিল হয়ে উঠেছে।
ব্রিটিশ গণমাধ্যমগুলো জানায়, বড়দিন পালনের সামগ্রী নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে স্থানীয় লোকজন। বন্যার কবল থেকে ১ হাজারের বেশি মানুষকে উদ্ধার করা হচ্ছে।