প্রকাশ: সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০, ১:০৬ পিএম | প্রিন্ট সংস্করণ
পূর্ব তুরস্কের এলাজিগ প্রদেশে ৫ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। গতকাল রোববার স্থানীয় সময় সকাল ৯টা ৩৭ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে। তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী সুলায়মান সোয়েলু এক টুইট বার্তায় জানান, এ ঘটনায় এখন পর্যন্ত হতাহত কিংবা ক্ষয়ক্ষতির কোনো সংবাদ পাওয়া যায়নি। তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা অধিদপ্তরের বরাত দিয়ে আরব নিউজ জানিয়েছে, পার্শ্ববর্তী মালত্যা, আদিয়ামান, সানলিউরফা, মার্ডিন, ব্যাটম্যান এবং দিয়ারবাখির প্রদেশগুলোতেও কম্পন অনুভূত হয়েছে। এর আগে ২০২০ সালের জানুয়ারিতে ৬.৮ মাত্রার একটি ভূমিকম্প এলাজিগ প্রদেশে আঘাত হেনেছিল। সে সময় অন্তত ৪১ জন মানুষ নিহত হয়েছিল। গত অক্টোবর মাসে পশ্চিমের বন্দর নগরী ইজমিরে আরেকটি মারাত্মক ভূমিকম্প আঘাত হানে। এতেও হতাহতের ঘটনা ঘটে। কয়েক দশকে তুরস্কের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পটি আঘাত হানে ১৯৯৯ সালে। উত্তর-পশ্চিম তুরস্কে আঘাত হানা ওই শক্তিশালী ভূমিকম্পে প্রায় ১৮ হাজার মানুষ নিহত হয়েছিল।