নববর্ষে বসবে নেপাল পার্লামেন্টের নতুন অধিবেশন
প্রকাশ: সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০, ১:০৬ পিএম | প্রিন্ট সংস্করণ
রাজনৈতিক অচলাবস্থা কাটতে চলেছে নেপালে। ঘোষণা হয়ে গেছে নেপালের ন্যাশনাল অ্যাসেম্বলির নতুন অধিবেশনের দিনক্ষণ। পার্লামেন্ট ভেঙে দেওয়ার এক সপ্তাহের মাথায় গত শনিবার ন্যাশনাল অ্যাসেম্বলির নয়া অধিবেশনের দিন ঘোষণা করলেন নেপালের প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভান্ডারী। নতুন বছরের প্রথম দিনেই ওই অধিবেশন বসবে বলে জানান তিনি। এদিকে প্রথম থেকেই নেপালের দিকে চোখ রেখেছে চিন। নেপালের রাজনৈতিক সঙ্কটের জল মাপতে গোড়া থেকেই তৎপর থেকেছে তারা। বৈদেশিক নীতি বিশেষজ্ঞদের মত, নেপালের উপরে নিজেদের কর্তৃত্ব কায়েম রাখতে কিছু পদক্ষেপও করছে চিন। তবে এর মধ্যেই নেপাল পার্লামেন্টে অধিবেশন বসার খবর পাওয়া যায়। নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গত সপ্তাহে পার্লামেন্ট ভেঙে দেওয়ার পরে যে চাঞ্চল্য ছিল সে দেশের রাজনীতিতে, নতুন এই ঘোষণায় আপাতত তা কাটতে চলেছে বলেই খবর। এবার সে দেশের মানুষ স্থিতাবস্থার প্রত্যাশাই করছেন।