প্রকাশ: সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০, ১২:৫২ পিএম | প্রিন্ট সংস্করণ
শনিবার না ফেরার দেশে পাড়ি জমান এক সময়ের জনপ্রিয় অভিনেতা আবদুল কাদের। তার মৃত্যুতে শোবিজে শোকের ছায়া নেমে আসে। এই অভিনেতার সঙ্গে ‘নক্ষত্রের রাত’ শিরোনামের একটি ধারাহিকে কাজ করেন জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম। তাকে নিয়ে স্মৃতিচারণ করলেন হাকিম- একে একে সব নিভিছে দেউটি। সুতো কাটা ঘুড়ির মত হারিয়ে যাচ্ছে দিগন্তের ওপাশে। এ হারানো বড় কষ্টের বড় বেদনার। অল্প কিছুদিনের ব্যবধানে আমরা হারালাম আমাদের নাট্যাঙ্গনের অনেককেই। হারালাম আমাদের অভিভাবক আলী যাকেরকে, অভিনেতা সেলিমকে, হারিয়েছি প্রিয় মানুষ বাংলাদেশ টেলিভিশনের প্রাক্তন কর্মকর্তা বরকত উল্লাহ ভাইকে, মোস্তফা কামাল সৈয়দ ভাইকে। হারালাম আমার নাট্যসহযোদ্ধা, একই নাট্যদল আরণ্যক নাট্যদলের আমার দীর্ঘ ৪০ বছরের বন্ধু, বাংলাদেশের একজন আপোষহীন প্রগতিশীল নাট্যকার অভিনেতা মান্নান হীরাকে। যার সঙ্গে আমার হাজার হাজার স্মৃতি, যা চোখ বন্ধ করলেই মনের ভেতর চলাফেরা করছে। এই বেদনার ক্ষত শুকিয়ে যাবার আগেই আবারও হারালাম আমাদের প্রিয় অভিনেতা আব্দুল কাদের ভাইকে। হারিয়ে যাওয়া মানুষদের নিয়ে লিখতে বা বলতে আমার ভালো লাগে না। চোখ ঝাপসা হয়ে আসে। ‘নক্ষত্রের রাত’ নাটকে আব্দুল কাদের ভাই আমার দুলাভাই চরিত্রে অভিনয় করেছিলেন। তারপর থেকে আমি তাকে দুলাভাই বলেই ডাকতাম। অনেক অনেক কাজের স্মৃতি আছে তার সাথে। অসাধারন সুন্দর মনের মানুষ ছিলেন তিনি। আমি অনেক সময় তার সঙ্গে দুষ্টুমি করতাম, কিন্তু তিনি কখনোই আমার উপর রাগ করতেন না। আজ আমার মন খারাপ, ভীষণ খারাপ। কাদের ভাইসহ আর যাদেরকে আমরা হারিয়েছি তাদের সবার আত্মার শান্তি কামনা করছি। সেই সাথে আল্লাহ্ রাব্বুল আলামিন এর কাছে মোনাজাত করছি তাদের প্রত্েযকের পরিবারের সদস্যদের এই শোক সহ্য করার শক্তি দিন। আমীন।