প্রকাশ: সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০, ১২:৫৩ পিএম | অনলাইন সংস্করণ
বন্দুকধারীদের হামলায় পাকিস্তানে ৭ সেনার মৃত্যু হয়েছে।
স্থানীয় সময় রবিবার সকালে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বালুচিস্তান প্রদেশের হারনাই জেলায় এ ঘটনা ঘটে।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ অধিদফতর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। খবর রয়টার্সের
এখনও কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।
এদিকে টুইট বার্তায় নিহতদের প্রতি শোক ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, হারনাই জেলায় এই হামলা হয়েছে। কাছাকাছি পাহাড়ের চূড়া থেকে জঙ্গিরা রকেট ব্যবহার করে একটি সামরিক চেকপোস্ট এবং তারপর স্বয়ংক্রিয় বন্দুক দিয়ে গুলি ছোঁড়ে। ওই অঞ্চল ঘিরে ফেলা হয়েছে এবং জঙ্গিদের পালানোর পথ অবরুদ্ধ করা হয়েছে।
বেলুচিস্তান পাকিস্তানের কয়েকটি বৃহত্তম কয়লা ও প্রাকৃতিক গ্যাসের মজুদ রয়েছে। তবে বেলুচিস্তান এখনো অনুন্নত রয়ে গেছে এবং বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী এই অঞ্চলে কয়েক দশক ধরে বিদ্রোহ চালাচ্ছে।