শনিবার ২৩ নভেম্বর ২০২৪ ৮ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   ফিল্ম সিটি থেকে বাদ দেওয়া হচ্ছে ‘বঙ্গবন্ধুর’ নাম   সিলেটের সাবেক সংসদ সদস্য ইয়াহিয়া গ্রেপ্তার   অনন্য অসাধারণ শেখ হাসিনা আমাদের গর্ব   নরসিংদীতে ‘থার্টি ফার্স্ট’ উপলক্ষে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে কোপালো সন্ত্রাসীরা   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
উন্নয়নের মহাসড়কের নির্মাতা শেখ হাসিনা
প্রকাশ: সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০, ১২:৪৩ পিএম | প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদককরোনা মহামারিতেও ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করেছে দেশের সামগ্রিক অর্থনীতি। প্রধানমন্ত্রীর দুঃসাহসী কিছু সিদ্ধান্ত অর্থনীতিতে বাজে প্রভাব থেকে মুক্ত রেখেছে বাংলাদেশকে। প্রধানমন্ত্রীর সাহসী সিদ্ধান্তে ঝুঁকি নিয়ে কারখানা খোলায় ইতিবাচক ফলও পাওয়া যাচ্ছে। সব মহল থেকে বারবার বলা হচ্ছিল যেন দেশ পূর্ণ লকডাউনে যায়। সরকারের ইচ্ছায় লকডাউনে শিথিলতা ছিল। গার্মেন্টস, কলকারখানা সম্পূর্ণ বন্ধ রাখার কথা বলছিলাম আমরা। দেশে পরিবহন চালু না রাখার কথাও বলা হচ্ছিল। ভীতিকর পরিস্থিতিতে সারা বিশ্ব যখন লকডাউনে তখন আমাদের গার্মেন্টস, কলকারখানা চলেছে, পরিবহনও চালু করা হয়েছে। যার সুফল পাচ্ছি আমরা এখন। দৈনিক ভোরের পাতার নিয়মিত আয়োজন ভোরের পাতা সংলাপের ২০১তম পর্বে এসব কথা বলেন আলোচকরা। রোববার আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক আইন সম্পাদক অ্যাড. শ ম রেজাউল করিম, জায়ান্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, বিজিএমইএ’র সাবেক সহ-সভাপতি ফারুক হাসান, অস্ট্রেলিয়া বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক, মাসিক মুক্তমঞ্চের নির্বাহী সম্পাদক আব্দুল্লাহ আল নোমান শামীম। দৈনিক ভোরের পাতা সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসানের পরিকল্পনা ও নির্দেশনায় অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক তথ্য সচিব নাসির উদ্দিন আহমেদ।
অ্যাড. শ ম রেজাউল করিম বলেন, ঘুরে দাঁড়িয়েছে শুধু অর্থনীতি না, ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশও এবং এর জাদুকরি নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তাকে নিয়ে একটি প্রবাদের মত কথা হয়ে গেছে যে, তিনি জেগে থাকেন গোটা জাতিকে নিয়ে, সেজন্য বোধ হয় নির্বিঘেœ গোটা বাংলাদেশে মানুষ ঘুমিয়ে থাকে। তাদের দারিদ্র্যতা স্পর্শ করতে পারে না, তাদেরকে অন্য কোন সমস্যা বিপর্যস্ত করতে পারে না। একটা মানুষও কোথাও না খেয়ে মারা যায় না, বিবস্ত্র অবস্থায় কেউ থাকে না, দেশের উন্নয়নের কোন গতি কোথাও ন্যূনতমভাবে বন্ধ করে দেওয়া হয়নি। আমি কে তা জরিপ জানাতে চাচ্ছি, যুক্তরাষ্ট্রে এক কোটি ৪০ লাখ কর্মহীন লোকের ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে। আজকের ইত্তেফাকে প্রথম পাতার সংবাদ এটা। আর ছোট্ট একটি দেশ বাংলাদেশ, যে কিনা যুক্তরাষ্ট্রের মতো এতো নামি দামি একটি দেশ না। এই বাংলাদেশে যারা ভাতা পেতেন তাদের কারো তো ভাতা বন্ধ করে দেওয়া হয়নি বটেই, বরংচ যারা ভাতা পেতেন না তাদের কেও এই করোনাকালীন সময়ে জননেত্রী শেখ হাসিনা লাখ লাখ মানুষকে ভাতা দিয়েছেন। পুরো রিভার্স চিত্র। আমেরিকায় যাদেরকে ভাতা দেওয়া হতো তাদেরকে ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে, আর বাংলাদেশে যাদেরকে দেওয়া হতো না তাদেরকেও এই করোনাকালীন সময়ে ভাতা দেওয়া হয়েছে। এটাই হচ্ছে শেখ হাসিনার জাদুকরী নেতৃত্ব। করোনার সময়ে অন্যান্য দেশের অর্থনৈতিক চাকা যেখানে থেমে যাচ্ছে সেখানে বাংলাদেশের অর্থনৈতিক চাকা শুধু গতিময় নয়, উন্নয়নের অগ্রযাত্রায় অপ্রতিরোধ্য ভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন শেখ হাসিনা। আমি আরও একটা তথ্য জানাতে চাচ্ছি যে, এই করোনার শুরু থেকে আজ পর্যন্ত এই কেভিনেটের কোনও মিটিং বন্ধ হয়নি, একনেকের কোনও মিটিং বন্ধ হয়নি, ক্রয় সংক্রান্ত মন্তণালয়ের মিটিং বন্ধ হয়নি। আজকে এই করোনার মধ্যেও কিন্তু এখন পর্যন্ত আমাদের কোন বড় মেগা প্রকল্পের কাজ থেমে থাকেনি যার প্রমাণ হচ্ছে আজ আমাদের স্বপ্নের পদ্মা সেতুর সফল বাস্তবায়ন। পদ্মা সেতু এখন আমাদের আত্ম মর্যাদার, সক্ষমতার পরিচায়ক হিসাবে পরিচিত হয়ে দাঁড়িয়েছে। বিশ্বের এমন কোনো খরস্রোতা নদীতে এত বড় সেতু হয়নি। এক সময় পদ্মা সেতু নির্মাণের সময় যেসব পত্রিকা সমালোচনা করেছিল, তারা এখন তারা পদ্মা সেতু নিয়ে ভালো কথা বলছেন।

ফারুক হাসান বলেন, আমি প্রথমেই ভোরের পাতাকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সংলাপে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আজ থেকে ১০-১১ বছর আগে আমাদের রফতানি পরিমাণ ছিল ১১ বিলিয়নের বেশি। কিন্তু ২০১৮-১৯ দিকে এসে আমরা এর পরিমাণ ৩৪ বিলিয়নে নিয়ে গিয়েছি। করোনার সময় আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার একক সাহসের কারণে যখন ব্যবসা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হলো এবং এই কারণেই আমাদের এখন অর্থনীতিতে পজিটিভ গ্রোথ আছে যেখানে সারা বিশ্বের বেশিরভাগ দেশই নেগেটিভ গ্রোথে আছে। উনার এই সাহসী পদক্ষেপের কারণেই আমরা আমাদের গার্মেন্টস শ্রমিক দের বেতন দিতে পেরেছি ও একইভাবে রফতানি দিক সামঞ্জস্যতা বজায় রেখে আমরা রাজস্ব খাতে অর্থায়ন করতে ভূমিকা রেখেছি। এখন যে সারা বিশ্বে করোনার যে দ্বিতীয় ওয়েব চলছে সেখানেও আমরা কিন্তু আমাদের সরকারের সাহায্যে এবং আমাদের মালিক ও শ্রমিকদের যে দারুন কম্ভিনেশন এখন আছে তাতে আমরা ভালো প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলে মোকাবিলা করতে সক্ষম হয়েছি। আমাদের বাণিজ্য মন্ত্রি টিপু মুন্সি, উনার সাথে আমরা অনেক কাছাকাছি থেকেই তার ভূমিকা পাচ্ছি এবং সরকারের নীতি নির্ধারকদের কাছ থেকে আমরা সবসময় নানা রকম পরামর্শ ও সহযোগিতা পেয়ে আসছি। সারা বিশ্ব যখন করোনার ডামাডোলে তাল মাতাল হয়ে আছে সেখানে আমরা আমাদের ব্যবসা বাণিজ্যে বেশ ভালো অবস্থানে আছি এবং অবশ্যই কিছু সমস্যা চলছে এইগুলো সমাধানে আমরা প্রতিনিয়ত আলোচনা করে যাচ্ছি। প্রবাসীরা আমদের রেমিটেন্সে ব্যাপক ভূমিকা পালন করেছে এবং সেই কারণে আমাদের রিজার্ভের পরিমাণ ৪২ বিলিয়ন ডলার ছাড়িয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১,০৩,০০০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা, রেকর্ড পরিমাণ বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও রেমিট্যান্স প্রবাহের সঙ্গে রফতানি আয়ে প্রবৃদ্ধি অর্থনীতিকে সচল রেখেছে। আজকে এই প্রোগ্রামের মাধ্যমে আমরা একটি অনুরোধ থাকবে যে, সারা বিশ্বে আমাদের বাংলাদেশি অনেকেই আছেন যারা এখন সেসব দেশে সিটিজেনশিপে অবস্থান করছেন বা পড়াশুনার জন্য গিয়েছেন বা শ্রমের মাধ্যমে অর্থ উপার্জন করছেন, তারা সবাই যদি সেখানে ‘মেইড ইন বাংলাদেশ’ এর পণ্য কিনে তাহলে আমাদের অর্থনৈতিতে আরও ব্যাপক ভূমিকা পালন করবে। আর আরেক দিক আমি বলতে চাচ্ছি শুধু রফতানি করলেই হবে না, আমাদের গ্রামীণ ইকোনমি বিষয়টাতে আমদের ভূমিকা রাখতে হবে। ২০২০ সালের আমদের যে নেগেটিভ গ্রোথ হয়ে সেখানে যদি আমদের দেশের প্রোডাক্টকে সাপোর্ট দেই তাহলে আমদের এই জিনিষটা অর্থনীতিতে ব্যাপক ভূমিকা পালন করবে।

আব্দুল্লাহ আল নোমান শামীম বলেন, তরুণ প্রজন্মের যে সংখ্যাটা এই মুহূর্তে বাংলাদেশে আছে, এদের মধ্যে যারা নেতৃত্ব পর্যায়ে এসে পড়েছে বা নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছে তাদের সাথে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা সুশীল সমাজের মানুষের যে চিন্তা ভাবনা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বাইরে থেকে আমরা দেশের কাছ থেকে বা দেশের সরকারের কাছ থেকে তেমন একটা চাহিদা অনুভব করি না, আমরা যে জিনিষটা অনুভব করি সেটা হলো, আমরা যদি কিছুটা বাংলাদেশকে ফেরত দিতে পারি যেভাবে আমরা ছোট বেলায় ফ্রিতে পড়াশুনা করেছি, কম খরচে যোগাযোগ ব্যবস্থায় উপভোগ করেছি, সেটা থেকেই আমরা এখন দেশের জন্য কিছু প্রতিদান ফিরিয়ে দিতে চাচ্ছি। আমদের অবস্থা কিন্তু একেবারে শূন্যের কোঠায় ছিল, বেকারত্ব ছিল, শিক্ষার হার কম ছিল, তলা বিহীন ঝুড়ির অবস্থায় ছিলাম, স্বাস্থ্য ব্যবস্থার দিক থেকেও দুর্বল ছিলাম, দেশের মেগা প্রকল্প নিয়ে দেশীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল। সেখানে ২০০৮ সালের আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর যুদ্ধাপরাধীদের বিচার ব্যবস্থা কায়েম করে একটি চ্যালেঞ্জ হাতে নিয়েছিল এবং দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের আকাক্সক্ষার প্রতিফলনও ঘটানোর মত স্কোপ ছিল, যা এই সরকার প্রতিটা পদক্ষেপে তা বাস্তবায়ন করে দেখিয়েছেন। জাপানের রাষ্ট্রদূত যে বলেছেন, আগামী ৫ বছরে বাংলাদেশের চেহারা পাল্টে যাবে, আমি সম্মানের সাথে বলতে চাচ্ছি বাংলাদেশ গত ১০ বছরে অলরেডি চ্যাঞ্জ হয়ে গিয়েছে। বাংলাদেশের অর্থনীতি করোনার প্রভাব কাটিয়ে উঠছে। স্বাস্থ্য ও করোনা ব্যবস্থাপনায় ব্যাপক চাপ সত্ত্বেও অর্থনৈতিক প্রণোদনা, সামাজিক নিরাপত্তা, দরিদ্র ও ঝুঁকিতে থাকা মানুষদের মৌলিক প্রয়োজনসহ খাদ্যদ্রব্য পৌঁছে দিয়ে সরকার দেশের অর্থনীতিকে ভালোভাবে সচল রাখতে সক্ষম হয়েছে। বর্তমানে রফতানি ও রেমিট্যান্স প্রবাহ এবং সামষ্টিক অর্থনীতির ব্যবস্থাপনা করোনা মোকাবিলা করে অর্থনীতিকে ভালো করতে সহযোগিতা করেছে। গত ১০ বছর আগে বাংলাদেশের যে একটা চেহারা ছিল আর আজকের বাংলাদেশের যে রূপ আছে তাতে আকাশ পাতাল ব্যবধান লক্ষ্য করা যাবে। এখন যদি বিরোধীদল ক্ষমতায় আসে তারা কি এই অর্থনীতির ধারাকে অব্যাহত রাখতে পারবে। তাদের আসলে ক্ষমতার বাইরে যে শেখ হাসিনার চিন্তা ভাবনা কত দূর এগিয়ে গিয়েছে দেশকে নিয়ে। আজ বাংলাদেশের উন্নয়নের সাথে বাইরের দেশের মানুষরাও গর্ব করে। তারা আসলেই অনেক খুশি হয় আমাদের এই বাংলাদেশের চেহারা দেখে। বাংলাদেশে যে পদ্মা সেতুর মত প্রকল্প বাস্তবায়ন হচ্ছে, আমার অস্ট্রেলিয়াতে ২২ বছর থাকাকালে এইরকম পরিকল্পনা আমি এভাবে দেখিনি। এটা শুধু বাংলাদেশের জন্য নয় যেকোনো দেশের জন্য একটা বড় চ্যালেঞ্জ ছিল এটা, কিন্তু শেখ হাসিনার একক সাহসিকতা ও চ্যালেঞ্জমুখী পারদর্শিতার কারণে আজ আমরা নিজস্ব অর্থায়নে এই পদ্মা সেতু বাস্তবায়ন করতে পেরেছি।

ইনসেট
ঘুরে দাঁড়িয়েছে শুধু অর্থনীতি না, ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশও: অ্যাড. শ ম রেজাউল করিম
প্রবাসীদের ‘মেইড ইন বাংলাদেশ’ পণ্যকে গুরুত্ব দেওয়া উচিৎ: ফারুক হাসান
গত ১০ বছরে বাংলাদেশের রূপ অনেক পাল্টে গেছে : আব্দুল্লাহ আল নোমান শামীম



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
https://www.dailyvorerpata.com/ad/BHousing_Investment_Press_6colX6in20200324140555 (1).jpg
https://www.dailyvorerpata.com/ad/last (2).gif
https://www.dailyvorerpata.com/ad/431205536-ezgif.com-optimize.gif
https://www.dailyvorerpata.com/ad/agrani.gif
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]