প্রকাশ: সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০, ১২:৩৭ পিএম আপডেট: ২৮.১২.২০২০ ১২:৪০ পিএম | প্রিন্ট সংস্করণ
বাংলাদেশে
কোনো মানুষই আর গৃহহীন থাকবে না। বর্তমান সরকার পর্যায়ক্রমে বিভিন্ন
কর্মসূচির মাধ্যমে দেশের সব গৃহহীনদের জন্য গৃহের ব্যবস্থা করছে, বললেন
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন। কাবিটা কর্মসূচির
আওতায় ভূমিহীন ও গৃহহীনদের দুর্যোগ সহনীয় গৃহ নির্মাণ প্রকল্পের
মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার নির্মিতব্য ৫০টি পাকা ঘর নির্মাণের
অগ্রগতি পরিদর্শনকালে গতকাল রোববার এ কথা বলেন তিনি।
পরিবেশমন্ত্রী
বলেন, করোনা ভাইরাসের মহামারির সময়ে সমগ্র বিশ্ব বিপর্যস্ত হলেও বাংলাদেশের
উন্নয়ন কার্যক্রম থেমে থাকেনি। এ সময় সমাজের বিত্তবান মানুষদের অসহায়,
ভূমিহীন ও গৃহহীনদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানান মন্ত্রী।
মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.
সোয়েব আহমদ, বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান, উপজেলা
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খানসহ সংশ্লিষ্ট
কর্মকর্তারা এ সময় পরিবেশ মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন। গৃহ নির্মাণের
সার্বিক ব্যবস্থাপনা পরিদর্শন করে নির্ধারিত সময়ের মধ্যে সব গৃহের নির্মাণ
কাজ সম্পন্ন করতে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন পরিবেশমন্ত্রী এবং জেলা
প্রশাসক