প্রকাশ: সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০, ১০:২২ এএম | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের) মন্তব্য করেছেন, রাজনীতিবিদরা না, রাজনীতির মাঠ দখল করে নিয়েছেন আমলারা। তিনি বলেন, রাজনীতিবিদরা এখন আর রাজনীতির মাঠে নেই। আমলারা রাজনীতির মাঠে খেলছেন। লাইনে বসে খেলা দেখছেন রাজনীতিবিদরা। জনগণ দেশের মালিক। দেশ চালানোর কথা জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের। কিন্তু কাজ-কর্মে এমপি সাহেবদের খবরই নেই। সচিব সাহেবরা সব কাজ করেন, মন্ত্রী মহোদয়রা শুধু জানতে চান। জাপা চেয়ারম্যানের বনানী অফিস মিলনায়তনে জাতীয় পার্টি খুলনা বিভাগ আয়োজিত পোস্টার ও ক্যালেন্ডার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে গতকাল রোববার প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জাতীয় পার্টির খুলনা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব সাহিদুর রহমান টেপা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
গোলাম মোহাম্মদ কাদের বলেন, জনগণের দুঃখ-কষ্ট জনপ্রতিনিধিরা ভালো বোঝেন। তারাই জনগণের বেশি উপকার করতে পারেন। আর আমলারা হচ্ছেন রোবটের মতো, তারা একটি গ-ির ভেতরে কাজ করতে অভ্যস্ত। আমলারা রাজনীতিবিদদের মতো সাধারণ মানুষের দুঃখ-কষ্ট বোঝেন না। প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচিত প্রতিনিধিদের মূল্য দিন। জনপ্রতিনিধিরা সুযোগ পেলে দেশের মানুষের অনেক বেশি উপকার হবে। জনপ্রতিনিধিদের উপেক্ষা করে আমলাদের দিয়ে দেশ পরিচালনা কখনোই মঙ্গলজনক হবে না।
অনুষ্ঠানে জাপা মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, এখনো চলন্ত বাসে নারী ধর্ষণের ঘটনা ঘটছে। নারী ও শিশু নির্যাতন অনেক দিন ধরেই চলছে। এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জাপা’র প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মিয়া, চেয়ারম্যানের উপদেষ্টা শেরিফা কাদের, মাহমুদুর রহমান মাহমুদ, নাজনিন সুলতানা, যুগ্ম মহাসচিব শেখ মুহাম্মদ আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, হুমায়ুন খান, অ্যাডভোকেট জহিরুল হক জহির, সাইফুদ্দিন খালেদসহ সম্পাদকম-লীর সদস্য, কেন্দ্রীয় নেতা ও খুলনা বিভাগের নেতারা।