প্রকাশ: সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০, ১০:২২ এএম আপডেট: ২৮.১২.২০২০ ১২:৪১ পিএম | প্রিন্ট সংস্করণ
বিএনপির আত্মবিশ্বাস তলানিতে ঠেকেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল রোববার তার সরকারি বাসভবন থেকে সাংবাদিকদের সঙ্গে তিনি একথা বলেন। বিএনপির কেন যে তাদের দলের রাজনীতিকে কচ্ছপের গতি করে ফেলেছে তা তার বোধগম্য নয় জানিয়ে তিনি বলেন, তারা একবার মাথা বের করে, পরক্ষণেই আবার মাথা লুকিয়ে নেয়। বিএনপির সব জাতীয় ইস্যুতেও দোদুল্যমান অবস্থার রাজনীতি করে বলেই তাদের দলে ভিত তলায় ঠেকেছে, তাই তারা নির্বাচনে জয়-পরাজয়ের আগেই হেরে যায়।
আদালতকে সরকারের নিজের মতো করে ব্যবহারের বিএনপি নেতাদের করা অভিযোগের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, প্রকৃতপক্ষে দেশের বিচার বিভাগ সব চেয়ে দ্রুত গতিতে ও স্বাধীনভাবে কাজ করে যাচ্ছে, না উচ্চ আদালত না নিম্ন আদালত কোথাও সরকারের কোনো পক্ষপাতমূলক হস্তক্ষেপ নেই। তিনি বলেন, আইনের প্রতি শ্রদ্ধা আছে বলেই সরকার বিচারিক বিভাগের কোন কাজে বাধা দেন না, বরং বিএনপিই আইন-আদালতকে ঘিরে সুবিধাবাদি আচরণ করে। তারা মামলায় যখন জিতে তখন বলে বিচার বিভাগ ভালো ও স্বাধীন, আর সমস্যায় পড়লে বলে সরকার বাধা গ্রস্ত করছে বিচার কাজকে। ২০১৮ সালের জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে সেই নির্বাচনে অংশ নেয় বিএনপি। ওবায়দুল কাদের বলেন, বিএনপি নির্বাচনে আসলেও অন্য কারো ইশারার দিকে তাকিয়ে থাকে এবং সাংবিধানিক ধারাবাহিকতা ব্যাহত করে গণতন্ত্রকে মারাত্মক সংকটের মধ্যে ফেলতে চেয়েছিল।