টেকনাফে ২৮টি রোহিঙ্গা পরিবার ভাসানচরের উদ্দেশ্যে রওয়ানা
আজিজ উল্লাহ, টেকনাফ
প্রকাশ: সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০, ১১:৪৬ এএম আপডেট: ২৮.১২.২০২০ ১১:৫২ এএম | অনলাইন সংস্করণ
২য় দফায় ভাসানচরের উদ্দেশ্যে টেকনাফের ২৩নং রোহিঙ্গা ক্যাম্পের ২৮টি পরিবারের ১১০জন নারী-পুরুষ ও শিশু ভাসান চরের উদ্দেশ্যে যাত্রা করেছে।
সোমবার (২৮ডিসেম্বর) সকাল ১০টায় টেকনাফের ২৩নং শামলাপুর ক্যাম্প হতে ২৫টি পরিবার এবং অন্যান্য ক্যাম্প হতে এসে অবস্থানকারী ৩টি পরিবারসহ মোট ২৮টি পরিবারের ১১০জন নারী-পুরুষ ও শিশুকে দুইটি বিশেষ বাসে করে উখিয়া নিবন্ধন কার্যালয়ে নেওয়া হচ্ছে। সেখানে নিবন্ধনের পর ভাসান চরে নেওয়ার জন্য ২য় দফার রোহিঙ্গা বহরটি চট্টগ্রাম নেভাল ঘাঁটিতে নেওয়া হবে। সেখান হতে নৌবাহিনীর বিশেষ শীপে করে ভাসান চরের উদ্দেশ্যে যাত্রা করবেন বলে সংশ্লিষ্ট সুত্র নিশ্চিত করেন।
হেড মাঝি আবুল হাশেম বলেন, সরকারের আহবানে সাড়া দিয়ে এসব রোহিঙ্গারা স্বেচ্ছায় ভাসান চরের উদ্দেশ্যে যাত্রা করেছে। কেউ প্ররোচিত করেনি। এসময় শত শত রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশু রাস্তায় দাড়িয়ে তাদের বিদায় জানান।