প্রকাশ: সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০, ১০:২২ এএম আপডেট: ২৮.১২.২০২০ ১০:২৭ এএম | অনলাইন সংস্করণ
বিশ্বব্যাপী করোনাভাইরাসে এখন পর্যন্ত সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৮ কোটি ১১ লাখ ছাড়িয়ে গেছে এবং মৃতের সংখ্যা প্রায় পৌনে ১৭ লাখে পৌঁছেছে। গত একদিনে করোনায় নতুন শনাক্ত হয়েছেন ৪ লাখ ১০ হাজার ১০২ জন এবং মৃত্যু হয়েছে ৭ হাজার ৪১ জনের।
করোনাভাইরাস মহামারির শুরু থেকে বিশ্বের সব দেশ ও অঞ্চলের করোনা সংক্রমণের হালনাগাদ তথ্য সংরক্ষণ করছে ওয়ার্ল্ডোমিটারস নামের একটি ওয়েবসাইট।
তাদের সর্বশেষ তথ্য বলছে, সোমবার (২৮ ডিসেম্বর) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৮ কোটি ১১ লাখ ৪২ হাজার ১১৩ জন, মোট মারা গেছেন ১৭ লাখ ৭১ হাজার ৮৮৪ জন। এখন পর্যন্ত বিশ্বে করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা ৫ কোটি ৭২ লাখ ৯১ হাজার ২১৮।
বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৯৫ লাখ ৭৩ হাজার ৮৪৭। দেশটিতে করোনায় মারা গেছেন ৩ লাখ ৪১ হাজার ১৩৮ জন।
ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ২ লাখ ৮ হাজার ৭২৫। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৪৭ হাজার ৯৪০ জন।
ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৭৪ লাখ ৮৪ হাজার ২৮৫। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৯১ হাজার ১৪৬ জন।
তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। ফ্রান্স পঞ্চম। যুক্তরাজ্য ষষ্ঠ। তুরস্ক সপ্তম। ইতালি অষ্টম। স্পেন নবম। জার্মানি দশম। তালিকায় বাংলাদেশের অবস্থান ২৭তম।
গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। চীনে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যু হয় চলতি বছরের ৯ জানুয়ারি। তবে তার ঘোষণা আসে ১১ জানুয়ারি। চলতি বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে।