প্রকাশ: সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০, ১:২৮ এএম | অনলাইন সংস্করণ
ছয় বছর ধরে রাস্তার পাশে ঝুপড়ি ঘর বেঁধে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন ঠাকুরগাঁওয়ের সালন্দর সিংপাড়া গ্রামের ভূমিহীন রিকশা চালক হজরত আলী, গণমাধ্যমের এমন প্রতিবেদন নজরে আসে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনের।
অবশেষে গৃহহীন এ পরিবারের পরিবারটির দায়িত্ব নিয়েছেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন। তাদেরকে ঠাকুরগাঁও সালন্দর ইউনিয়নে পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন তিনি।
রবিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন সালন্দর সিংপাড়া গ্রামের ভূমিহীন রিকশা চালক হজরত আলীর ঝুপড়ি ঘরে হাজির হোন। এ সময় তিনি শীতবস্ত্র, সরকারি ঘর নির্মাণ ও পুর্নবাসনের আশ্বাস প্রদান করেন পরিবারটিকে।
ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, মানবিক প্রতিবেদনটি নজরে পড়ায় ছুটে এসেছি গৃহহীন হজরত ঝুপড়ি ঘরে। রাস্তায় পাশে খুবই কষ্টে দিনযাপন করেছে তার পরিবার। সরকার যখন সকল গৃহহীনদের পাকাঘর নির্মাণ করে দিচ্ছেন। সেখানে হজরত আলীর পরিবার ঝুপড়ি ঘরে পড়ে থাকাটা অমানবিক। দ্রুত তাদের ঘর নির্মাণ ও পূর্ণবাসনের উদ্যোগ নেয়া হবে।
উল্লেখ্য, দীর্ঘ ছয় বছর ধরে এই ঝুপড়িতে হজরত আলীর পরিবারের বসবাস। তার দুই মেয়ে ও দুই ছেলে। ছেলেরা ঢাকায় কাজ করেন। বাবা-মায়ের কোনো খোঁজ-খবর তারা নেন না। শেষ সম্বল বসতবাড়িটি বিক্রি করে বড় মেয়েকে বিয়ে দিয়েছিলেন। তাই বাধ্য হয়েই সরকারি রাস্তার পাশে ঝুপড়ি ঘর বেঁধে জীবনযাপন করতে হচ্ছে। সংসারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন হজরত। উপার্জনের পথ বন্ধ হয়ে যাওয়া স্ত্রী-সন্তানকে নিয়ে জীবন কাটছিল নিদারুণ অনটনে।