গাজীপুরে তুলা উন্নয়ন ও গবেষণা কেন্দ্রের নানা অনিয়ম ও দুর্নীতির সংবাদ সংগ্রহ করতে গিয়ে ইনডিপেনডেন্ট ও গাজী টেলিভিশনের প্রতিনিধিকে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় সংবাদকর্মীরা।
রোববার (২৭ ডিসেম্বর) দুপুরে টেলিভিশন সাংবাদিক ক্লাবের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন হয়।
এ ঘটনায় দোষীদের সুষ্ঠু বিচার চেয়ে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে পেশাদার সংবাদকর্মীরা। এসময় বক্তারা অবিলম্বে ঘটনার মূল হোতা গাজী ফরহাদ হোসেনসহ দায়ীদের বিচার দাবি করেন।
গত মঙ্গলবার সকালে শ্রীপুর তুলা উন্নয়ন ও গবেষণা কেন্দ্রে রুনা পারভিন নামের উচ্চমান সহকারীর নানা অনিয়ম ও অবৈধ কর্মকাণ্ড সম্পর্কে জানতে ওই কার্যালয়ে যান ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি আবুল হাসান ও জিটিভির জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন। এ সময় সেখানকার ঊর্ধ্বতন কর্মকর্তা গাজী ফরহাদ হোসেন ও তার লোকজন ক্ষিপ্ত হয়ে তাদের লাঞ্ছিত করে, টেনে হিচড়ে কার্যালয়ের ভেতরে নিয়ে গিয়ে দুই ঘণ্টা অবরুদ্ধ করেও রাখেন। পরে পুলিশ ও সংবাদকর্মীরা গিয়ে তাদেরকে উদ্ধার করেন।