প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার কমপ্লেক্সের ভেতরে নারী বন্দিদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত কারাগার উদ্বোধন করেছেন ।
প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ‘মহিলা কেন্দ্রীয় কারাগার, ঢাকা’ নামে এ কারাগারটির উদ্বোধন করেন।
এছাড়া ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন উড়োজাহাজ ‘ধ্রুবতারা’, দেশের বিভিন্ন স্থানে নবনির্মিত ২০টি ফায়ার স্টেশন, জেলা সদরে নবনির্মিত ৬টি আঞ্চলিক পাসপোর্ট অফিস এবং একটি এলপিজি স্টেশন উদ্বোধন করেন।
কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা গেছে, এখানে বিচারাধীন এবং সাজাপ্রাপ্ত নারী বন্দিদের রাখা হবে। ফলে ঢাকা বা দক্ষিণাঞ্চলের বন্দিদের কাশিমপুরে নিতে হবে না। নতুন এ কারাগারটি পরিচালনা করবেন কারা অধিদফতরের নারী কর্মকর্তা-কর্মচারীরা।