মির্জাপুরে বাল্যবিয়ে বন্ধ করে কনের বাবাকে জরিমানা
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৭ ডিসেম্বর, ২০২০, ১:৫৪ পিএম | অনলাইন সংস্করণ
টাঙ্গাইলের মির্জাপুরে বাল্যবিয়ে বন্ধ করে কনের বাবাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বহুরিয়া ইউনিয়নের আনাইবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। কালিয়াকৈর উপজেলার সমসের আলীর ছেলে মিজান মিয়ার সাথে আনাইলবাড়ী গ্রামের মো. মোস্তাফা মিয়ার মেয়ে ৯ম শ্রেণির ছাত্রী ফাতেমা আক্তারের (১৬) বিবাহের দিন ঠিক করা হয়।
এসময় অপ্রাপ্ত বয়সে বাল্যবিবাহে সহযোগিতার দায়ে কনের বাবাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত তার মেয়েকে কোথাও বিয়ে দিবে না মর্মে মুচলেকা নেয়া হয়েছে।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারি কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন বলেন, বাল্যবিয়ে হচ্ছে এমন সংবাদ পেয়ে এ বিয়ে বন্ধ করি। বাল্যবিয়েতে সহযোগিতা করার অভিযোগে কনের বাবাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।