২০০’র আগেই গুটিয়ে গেল অস্ট্রেলিয়া
প্রকাশ: রোববার, ২৭ ডিসেম্বর, ২০২০, ১:২০ পিএম আপডেট: ২৭.১২.২০২০ ১:৪৩ পিএম | প্রিন্ট সংস্করণ
দাপটের সহিত প্রথম টেস্ট জয়ের পর ধারণা করা হয়েছিল বক্সিং ডেতে দ্বিতীয় টেস্টের ভারতের বিপক্ষে দুর্দান্ত শুরুই করবে অস্ট্রেলিয়া। কিন্তু মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে দলীয় রান দুইশত স্পর্শ করার আগেই গুটিয়ে গেল স্বাগতিক অস্ট্রেলিয়া। জাসপ্রিত বুমরাহর দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১৯৫ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে জো বার্নস কোনো রান যোগ করার আগেই বুমরাহর শিকার হয়ে ফেরেন। এরপর ম্যাথিউ ওয়েড ফেরেন ৩০ রানে। তিনি যখন অশ্বিনের প্রথম শিকার হয়ে ফিরছেন অজিদের দলীয় রান তখন মাত্র ৩৫। এরপর স্কোরবোর্ডে মাত্র তিন রান যোগ হতেই অশ্বিনের দ্বিতীয় শিকার টেস্টের এক নম্বর ব্যাটসম্যান স্টিভ স্মিথ। প্রথম টেস্টেও নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। আর দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও ফিরলেন শূন্য হাতেই।
মাত্র ৩৮ রানে টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারিয়ে চাপে পড়া অজিদের হাল ধরেন মার্নাস লাবুশেন। চতুর্থ উইকেটে ট্রাভিস হেডকে সঙ্গে নিয়ে প্রাথমিক বিপর্যয় কাটিয়ে গড়েন ৮৬ রানের জুটি। এরপর হেড (৩৮) রানে বুমরাহর দ্বিতীয় শিকার হয়ে ফেরার পরপরই সিরাজ তুলে নেন লাবুশেনকে (৪৮)। দলীয় ১৩৪ রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলে অজিরা।
এরপর ক্যামেরুন গ্রিন (১২), অদজিনায়ক টিম পেইন (১৩) ২১ রানের জুটি গড়েন। দলীয় ১৫৫ রানে ফেরেন এই দুই ব্যাটসম্যান। আর তাতেই অজিদের বড় সংগ্রহের স্বপ্ন ভেঙে যায়। শেষ দিকে নাথান লায়ন ১৭ বলে ২০ রান করলে স্বাগতিকদের সংগ্রহ দাঁড়ায় ১৯৫।
ভারতের হয়ে দুর্দান্ত বোলিং করে চারটি উইকেট তুলে নেন জাসপ্রিত বুমরাহ, স্টিভ স্মিথের উইকেটসহ তিনটি উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন। আর মোহাম্মদ সিরাজ নেন দুটি উইকেট।