লেক অ্যালবার্টে নৌকা ডুবে নিহত ২৬
প্রকাশ: রোববার, ২৭ ডিসেম্বর, ২০২০, ১:২০ পিএম | প্রিন্ট সংস্করণ
উগান্ডা ও ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর সীমান্তে অবস্থিত লেক অ্যালবার্টে একটি নৌকা ডুবে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, ঝড়ো বাতাসের কবলে পড়ে নৌযানটি পানির নিচে চলে যায়। নৌকাটিতে কয়েক ডজন আরোহী ছিল, তাদের মধ্যে ২১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানান আশরাফ ওরোমো নামের ওই কর্মকর্তা। গত বুধবার লেকের উগান্ডা অংশে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার পথে নৌকাটি দুর্ঘটনায় পড়ে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
নিহতদের মধ্যে ডিআর কঙ্গো ও উগান্ডা উভয় দেশেরই নাগরিক আছে বলে স্থানীয় এক এলাকার প্রধান টিচোভিডোং নিশ্চিত করেছেন। উদ্ধারকর্মীরা আর কাউকে জীবিত উদ্ধারের আশা ছেড়ে দিয়েছে- ওরোমো এমনটা জানালেও উদ্ধার তৎপরতা আরও চলবে বলে ইঙ্গিত দিয়েছেন টিচোভিডোং। যথাযথ নিরাপত্তার অভাব ও দ্রুত পরিবর্তনশীল আবহাওয়ার কারণে এ লেক অ্যালবার্টে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে, বলেছেন আঞ্চলিক পুলিশের মেরিন কর্মকর্তা স্যামুয়েল ওনিয়াংগো।