প্রকাশ: রোববার, ২৭ ডিসেম্বর, ২০২০, ১২:৪০ পিএম আপডেট: ২৭.১২.২০২০ ১:০৯ পিএম | প্রিন্ট সংস্করণ
হেফাজতে ইসলামের প্রয়াত আমির শাহ আহমদ শফীর শ্যালক মো. মঈন উদ্দিন দাবি করেছেন, শফীকে ‘হত্যার অভিযোগে’ মামলা করার পর প্রাণনাশের হুমকি পাচ্ছেন তিনি। শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, জুনাইদ বাবুনগরীর বিরুদ্ধে আমাদের ব্যক্তিগত রাগ, বিরাগ নেই কিছু নেই যদি তিনি অপরাধী না হয়ে থাকেন। তবে, তদন্তে যদি প্রমাণ হয়, তহলে তার শাস্তি ও ফাঁসি দাবি করছি। তাদের এত ভয় কেন, তারা যদি দোষী না হয়ে থাকেন তদন্তে তা প্রমাণ হবে। হাটহাজারী মাদরাসার কর্তৃত্ব হারানোর পরদিন গত ১৮ সেপ্টেম্বর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আহমদ শফী মারা যান। শফীর শ্যালক মো. মইন উদ্দিন গত ১৭ ডিসেম্বর চট্টগ্রামের আদালতে একটি মামলা করেন। মামলায় আসামি করা হয় ৩৬ জনকে। যার অধিকাংশই হেফাজতের বর্তমান আমির জুনাইদ বাবুনগরীর অনুসারী। মাওলানা মো. নাসির মুনিরকে করা হয়েছে এক নাম্বার আসামি। সাম্প্রতিক সময়ে বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতার জন্য আলোচনায় আসা হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হককে করা হয়েছে দুই নাম্বার আসামি।
হেফাজতের বর্তমান আমির জুনাইদ বাবুনগরী গত বুধবার হাটহাজারী মাদরাসায় এক সংবাদ সম্মেলনে দাবি করেন, শাহ আহমদ শফীর ‘স্বাভাবিক মৃত্যুকে’ হত্যা আখ্যায়িত করে হওয়া মামলাটি ‘রাজনৈতিক চক্রান্ত’। মামলার বাদী মঈন উদ্দিন বলেন, আমি বাদী হয়ে পরিবারের পক্ষে কোর্টে মামলা করেছি। কোর্ট পিবিআইকে তদন্তের দায়িত্ব দিয়েছেন। তদন্তে দোষীরা চিহ্নিত হবে। কিন্তু জুনাইদ বাবুনগরী, মামুনুল হক গংরা একের পর এক নানাভাবে হুমকি দিচ্ছে মামলা প্রত্যাহার করার জন্য। মামলা প্রত্যাহারের জন্য কেন হুমকি দিচ্ছেন? তিনি আরো বলেন, সরকারের কাছে আবেদন জানাচ্ছি, মামলাটির যাতে দ্রুত বিচার হয়। তদন্ত যাতে সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, অন্যায়কারীরা যাতে চিহ্নিত হয়, চিহ্নিত অন্যায়কারীদের যাতে যথাযথ শাস্তি বাস্তবায়ন হয়।
মামলা করার দিনই ১৭ ডিসেম্বর ফেসবুকে মঈন উদ্দিন ও মাঈনুদ্দিন রুহীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয় বলে সংবাদ সম্মেলনে দু’জন দাবি করেন। ‘নিরাপত্তা হুমকির’ কারণে আহমদ শফীর বড় ছেলে মাওলানা মোহাম্মদ ইউসুফ সংবাদ সম্মেলনে আসার কথা থাকলেও আসতে পারেননি বলে দাবি করেন মঈন উদ্দিন। কওমি মাদরাসা নিয়ে ষড়যন্ত্র চলছে দাবি করে মঈন উদ্দিন বলেন, দেশি-বিদেশি অর্থের লোভে তারা মিথ্যাচার করছে। আহমদ শফীর গড়ে তোলা অরাজনৈতিক হেফাজতে ইসলামের নাম ব্যবহার করে আলেম নামধারী গোষ্ঠী বিশেষ মিথ্যাচারের মাধ্যমে লাভবান হচ্ছে। দেশের আলেম-ওলামাদের সত্য বলে অন্যয়াকারীদের বিরুদ্ধে সম্মিলিতভাবে সোচ্চার হতে আহ্বান জানান তিনি। সংবাদ সম্মেলনে মাওলানা সারওয়ার আলম, শামসুদ্দিন আফতাব, ক্বারী তৌহিদুল আলম, হোসাইন আহমদ, ওজায়ের উল্লাহ, আবুল কাশেম ও মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন।