প্রকাশ: রোববার, ২৭ ডিসেম্বর, ২০২০, ১২:৪০ পিএম আপডেট: ২৭.১২.২০২০ ১২:৫৮ পিএম | প্রিন্ট সংস্করণ
সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে বেতন বৈষম্য কমাতে সুপারিশ করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ-স্কেপের নেতারা। গতকাল শনিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ওই সংগঠনের উদ্যোগে আয়োজিত এক শ্রমিক সমাবেশে এ সুপারিশের কথা বলেন বক্তারা। করোনাকালে শ্রমিকদের স্বাস্থ্য, উপার্জনের সুরক্ষা নিশ্চিত করাসহ বিভিন্ন দাবিতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির পাশাপাশি কেন্দ্রীয়ভাবে এই সমাবেশের আয়োজন করা হয়। অন্যান্য দাবির মধ্যে রয়েছে জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা, আইএলও সনদ অনুযায়ী শ্রম আইন ও বিধিমালা প্রণয়ন ইত্যাদি।
সমাবেশ শেষে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির নেতারা বলেন, সংসদীয় স্থায়ী কমিটি পাটকলগুলো চালু ও আধুনিকায়ন করার সুপারিশ করলেও পাট মন্ত্রণালয় পাটকল ইজারা দিতে কমিটি করেছে। পাটকলগুলোর পর কয়েকশ কোটি টাকা ঋণ ও লোকসানের অভিযোগ তুলে চিনিকলগুলোর ছয়টিও বন্ধ করে দেওয়া হয়েছে। যন্ত্রপাতির আধুনিকায়ন, পুরোনো ঋণ ও ঋণের সুদ মওকুফ করা এবং কারখানা পরিচালনা প্রক্রিয়ায় আমলাতান্ত্রিক জটিলতা আর দুর্নীতি বন্ধ করে চিনিকলগুলো লাভজনক করা সম্ভব।
স্কেপের যুগ্ম সমন্বয়ক ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি সহিদুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের সভাপতি সাইফুজ্জামান বাদশা ও সাধারণ সম্পাদক নইমুল আহসান, ট্রেড ইউনিয়ন সংঘের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল, জাতীয় শ্রমিক জোটের সাধারণ সম্পাদক নূরুল আমীন, বাংলাদেশ লেবার ফেডারেশনের সাধারণ সম্পাদক সাকীল আক্তার, বাংলাদেশ জাতীয় ফেডারেশনের সভাপতি শামীম আরা, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের যুগ্ম সম্পাদক আবুল কালাম, জাতীয় শ্রমিক লীগের ট্রেড ইউনিয়নবিষয়ক সম্পাদক ফিরোজ হোসেন, জাতীয় শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নেতা আনোয়ার আলী প্রমুখ বক্তব্য দেন। সভা পরিচালনা করেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক খালেকুজ্জামান লিপন।