বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব ডা. বিলকিস বেগমের সই করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, নতুন করে অনুমোদন পাওয়া বেসরকারি হাসপাতাল ও ডায়ানগস্টিক সেন্টারগুলো হলো— ঢাকার আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ, গ্রিনলাইফ মেডিকেল কলেজ, মেডিনোভা মেডিকেল সার্ভিসেস, আলোক হেলথ কেয়ার লিমিটেড, হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড, বসুন্ধরা মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, ডিএনএ সল্যুশন লিমিটেড, বায়োমেড ডাগায়নস্টিক, ডাইনামিক ল্যাব ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেক আপ, বিআরবি হাসপাতাল, নোভাস ক্লিনিক্যাল রিসার্চ সার্ভিস লিমিটেড, সিএসবিএফ হেলথ সেন্টার, প্রাইম ডায়াগনস্টিক সেন্টার, প্রেসক্রিপশন পয়েন্ট, বাংলাদেশ ডায়াবেটিক সমিতি, টঙ্গীর ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ, আইচি হাসপাতাল লিমিটেড, বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ অ্যান্ড রাফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল, সিলেটের সীমান্তিক প্যাথলজি ও ডাগাগনস্টিক সেন্টার, চট্টগ্রামের শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি প্রাইভেট লিমিটেড এবং কিশোরগঞ্জের বাজিতপুরের জরুহুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল।
বেসরকারি এসব ল্যাবের তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ এবং স্বাস্থ্য অধিদফতরসহ সংশ্লিষ্ট দফতরগুলোয় পাঠানো হয়েছে বলে উল্লেখ করা হয় প্রজ্ঞাপনে।
প্রজ্ঞাপনে জানানো হয়, বিদেশগামীদের ক্ষেত্রে কোভিড-১৯ পরীক্ষার জন্য স্বাস্থ্য অধিদফতরের তৈরি নির্দিষ্ট ফরম্যাটে সনদ ইস্যু করতে হবে। বিদেশগামী যাত্রীদের আরটি-পিসিআর পরীক্ষা বাবদ ইউজার ফি হিসেবে সর্বোচ্চ তিন হাজার টাকা নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।
আরও বলা হয়েছে, কোনো বিমান সংস্থার সঙ্গে কোভিড-১৯ সনদ প্রদানের জন্য কোনো বেসরকারি আরটি-পিসিআর ল্যাব বাধ্যতামূলক ল্যাব হিসেবে অন্তর্ভুক্ত হতে পারবে না।
এছাড়াও কোনো ভুল রিপোর্টের জন্য সংশ্লিষ্ট আরটি-পিসিআর ল্যাব দায়ী থাকবে বলেও উল্লেখ করা হয় প্রজ্ঞাপনে। এক্ষেত্রে বিদেশগামী যাত্রীদের সহায়তা দিতে একটি হটলাইন নম্বর চালু করে তা ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে।
এর আগে গত ২০ অক্টোবর মহাখালীর আইসিডিডিআরবি, সোবহানবাগের ডিএমএফআর মলিকিউলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক, প্রাভা ডায়াগনস্টিক, ধানমন্ডির পপুলার ডায়াগনস্টিক সেন্টার, মহাখালীর ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভস (আইদেশি), ধানমন্ডির ল্যাবএইড, স্কয়ার হাসপাতাল, এভারকেয়ার হাসপাতাল এবং ইউনাইটেড হাসপাতালকে বিদেশগামী যাত্রীদের জন্য করোনা সনদ ইস্যুর অনুমোদন দেয় সরকার।
এ নিয়ে দেশে মোট ৩১টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে বিদেশ গমনেচ্ছুদের কোভিড-১৯ নেগেটিভ সনদ দেওয়ার অনুমোদন দেওয়া হলো।