প্রকাশ: শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০, ১:০৪ এএম | অনলাইন সংস্করণ
নোয়াখালীর কবিরহাটে ভোটারদের পা ধুয়ে সম্মান জানালেন উপজেলা নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী আলাবক্স তাহের টিটু।
শুক্রবার (২৫ ডিসেম্বর) কবিরহাটে তার নিজ বাড়িতে পা ধোয়ার ব্যতিক্রমী এ অনুষ্ঠানের আয়োজন করেন তিনি।
অনুষ্ঠানের শুরুতে তিনি তার মায়ের (৭২) পা ধুয়ে দিয়ে কর্মসূচির সূচনা করেন। এরপর কবিরহাট উপজেলার নয়টি ইউনিয়ন ও কবিরহাট পৌরসভার সাধারণ ভোটারদের প্রতিনিধি হিসেবে একজন করে ভোটারের পা ধুয়ে দেন।
তিনি জানান, বিগত উপজেলা পরিষদ নির্বাচনের আগে তিনি ভোটারদের ওয়াদা দিয়েছিলেন- নির্বাচনে জয় পরাজয় যা-ই হোক ভোটারদের সম্মান জানাবেন। তার প্রতিশ্রুতি অনুযায়ী তিনি এ পা ধোয়া কর্মসূচির আয়োজন করেন।
তিনি বলেন, ‘এ কর্মসূচির মধ্য দিয়ে ভোটারদের যে সম্মান দেখানো হয়েছে, আগামী দিনে অন্য প্রার্থীরাও ভোটারদের প্রতি সম্মান পোষণ করবেন।’
এদিকে এ কর্মসূচি এলাকায় বেশ চাঞ্চল্যের জন্ম দিয়েছে। ভোটারা অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে জানান, ব্যতিক্রমী এ উদ্যোগের মধ্য দিয়ে টিটু তাদের সম্মানিত করতে যে অনুষ্ঠানের আয়োজন করেছে তা সত্যিই প্রশংসনীয়। অন্যকে সম্মান দিলে নিজের সম্মানও বাড়ে।