রাজধানীতে ৭৫ কোটি টাকা মূল্যের সাপের বিষসহ গ্রেফতার ৬ জন রিমান্ডে
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০, ৯:২১ পিএম | অনলাইন সংস্করণ
৭৫ কোটি টাকা মূল্যের সাপের বিষসহ রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে গ্রেফতার আন্তর্জাতিক সাপের বিষ চোরাচালান চক্রের ছয় সদস্যকে তিনদিন করে রিমান্ডের আদেশ দিয়েছে আদালত।
শুক্রবার (২৫ ডিসেম্বর) ঢাকা মহানগর হাকিম মইনুল ইসলামের আদালত এই রিমান্ডের আদেশ দেন।
এদিন আসামিদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণখান থানার এসআই সাইফুল ইসলাম আসামিদের সাত দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন। এরপর আদালত প্রত্যেক আসামির তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
গতকাল বৃহস্পতিবার বিকালে দক্ষিণখান এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে কাচের জারে রক্ষিত অবস্থায় ৮ দশমিক ৯৬ কেজি সাপের বিষ পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ৭৫ কোটি টাকা। এছাড়াও তাদের কাছ থেকে সাপের বিষ সংক্রান্ত সিডি ও সাপের বিষের ম্যানুয়াল বই উদ্ধার করা হয়।
এ ঘটনায় র্যাব-২ এর নায়েব সুবেদার বায়েজিদ হোসেন দক্ষিণখান থানায় মামলা করেন।