প্রকাশ: শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০, ৫:৫০ পিএম | অনলাইন সংস্করণ
রোগীর মৃত্যুকে কেন্দ্র করে জামালপুর জেনারেল হাসপাতালে স্বজন-ডাক্তারদের মধ্যে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ডাক্তার পুলিশসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ব্যাপক লাঠিচার্জ করেছে। এ সময় আটজন ইন্টার্ন ডাক্তারকে আটক করা হয়েছে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম খান জানান, দুপুর সাড়ে ১২টায় জামালপুর শহরের ইকবালপুর গ্রামের করিমন নেছা (৫৫) মসজিদে নামাজ পড়তে গিয়ে আহত হন। তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করেন। পরে রোগীর অবস্থার অবনতি হলে স্বজনরা অক্সিজেন দেওয়ার জন্য নার্স এবং ডাক্তারদের ডাকাডাকি করেন। এতে নার্স এবং ডাক্তার না আসায় রোগীর অবস্থা খারাপ হতে থাকে। স্বজনদের চিৎকারে জরুরি বিভাগের ডাক্তার এসে রোগীকে মৃত ঘোষণা করেন।
রোগীর মৃত্যুর খবরে স্বজনরা হাসপাতালের জরুরি বিভাগে হামলা ও ভাঙচুর করেন। এ সময় জরুরি বিভাগের চিকিৎসক, পুলিশসহ ১০ জন আহত হন। খবর পেয়ে সদর থানার পুলিশ জামালপুর জেনারেল হাসপাতালে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরে দুপুর ৩টায় হাসপাতালের ইন্টার্ন ডাক্তাররা রোগীর স্বজনদের ওপর হামলা চালায়। এ সময় একটি মোটরসাইকেল ভাঙচুরে করেন তারা। ঘণ্টাব্যাপী ইন্টার্ন ডাক্তাররা হাসপাতালে তাণ্ডব চালায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যাপক লাঠিচার্জ করে। এ সময় ৮ জন ইন্টার্ন ডাক্তারকে পুলিশ আটক করে।