নতুন করোনা ছড়ানোর সম্ভবনা ব্রিটিশ ল্যাবে
প্রকাশ: শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০, ২:৩৪ এএম | প্রিন্ট সংস্করণ
নোবেল করোনাভাইরাসের পরিবর্তিত নতুন প্রজাতি ব্রিটেনের ভ্যাকসিন গবেষণাগার থেকে ছড়িয়ে থাকতে পারে। ইসলামি প্রজাতন্ত্র ইরানের স্বাস্থ্যমন্ত্রীর একজন উপদেষ্টার সঙ্গে আলাপের সময় এ কথা বলেছেন ব্রিটেনের একজন গবেষক। ইরানের স্বাস্থ্যমন্ত্রীর মিডিয়া বিষয়ক উপদেষ্টা আলী রেজা ওহাবজাদে গত বুধবার এক টুইটার পোস্টে বলেছেন, ব্রিটেশ গবেষণাগার থেকে নতুন প্রজাতির এই ভাইরাস ছড়িয়ে থাকতে পারে। তবে তিনি বলেন, এই ভাইরাস কিভাবে ছড়িয়ে পড়েছে এবং বিস্তার লাভ করেছে তা এখনো পরিষ্কার নয়। ইরানর এ কর্মকর্তা বলেন, বিষয়টি নিয়ে ব্রিটেনের কোনো ডাক্তারকে কথা বলতে দেয়া হচ্ছে না। এ ব্যাপারে ব্রিটিশ সরকারের পক্ষ থেকেও কোন পরিষ্কার ব্যাখ্যা দেয়া হয় নি। গত বছরের প্রথম দিকে যখন চীনের উহান শহর থেকে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ে তখন ব্রিটেন একই ধরনের বক্তব্য দিয়েছিল। সে সময় ব্রিটিশ সরকার বলেছিল, উহানের কোনো গবেষণাগার থেকে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে যেখানে ভাইরাস নিয়ে গবেষণা করা হচ্ছিল। সূত্রঃ পার্স টু ডে।