প্রকাশ: শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০, ১:২৮ পিএম | প্রিন্ট সংস্করণ
একসঙ্গে দশটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন ছোট পর্দার জনপিপ্রয় অভিনেত্রী নাদিয়া আহমেদ। উল্ল্যেখযোগ্য নাটকগুলো হলো বিপ্লব হায়দারের ‘সুখ পাখি’, মশিউর রহমানের ‘সরল রেখা’, কায়সার আহমেদেও ‘বকুলপুর’, সোহাগ কাজীর ‘বউ বিরোধ’, এস এম শাহীনের ‘একটি গ্রাম একটি শহর’। এদিকে সম্প্রতি শেষ করেছেন ৭ পর্বের ‘ভাইরাল ভিডিও’ ধারাবাহিকের। একসঙ্গে এত নাটকে কাজ করলে চরিত্রের প্রস্তুতির জন্য সময় কখন পান? প্রশ্নের উত্তরে তিনি বলেন, ধারাবাহিক নাটকে কাজ শুরু করার আগেই চিত্রনাট্য সংগ্রহ করি। চিত্রনাট্য পড়ে গল্পের প্রেক্ষাপট ও অন্য চরিত্রগুলো সম্পর্কে জানার চেষ্টা করি। নিজের মতো করে আমার চরিত্রটি নিয়ে ভাবি। নির্মাতা আমাকে কীভাবে দেখাতে চাইছেন, তা নিয়ে আলোচনা করি। একসঙ্গে যেহেতু অনেক ধারাবাহিকে কাজ করতে হয়, তাই চরিত্রে ভিন্নতা আনার চেষ্টা করি। অভিনয়ে এখন কতটা তৃপ্তি পান? এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, এখন প্রচুর নাটকের শুটিং হচ্ছে। নাটক প্রচারিত হচ্ছে, কিন্তু আগের মতো দর্শক নাটক দেখছে না। একক নাটকে আগের মতো কোনো বৈচিত্র নেই। বেশির ভাগ নাটকই শুধু প্রেম-ভালোবাসাকেন্দ্রিক। এখন গল্পের একটা প্যাটার্ন দাঁড়িয়ে গেছে। একক নাটক হলে প্রেম-ভালোবাসা আর ধারাবাহিক হলে গ্রামীণ প্রেক্ষাপটের নাটক। কিন্তু আমি পরিবারকেন্দ্রিক গল্পগুলোকে খুব মিস করি। এই সময়ে নাটকের মান কমে যাওয়ার কারণ কি? অভিনেত্রীর ভাষ্য, স্বল্প বাজেট অবশ্যই দায়ী, কিন্তু পেশাদারিও দরকার। সার্বিকভাবে নির্মাতা ও প্রযোজকদের মধ্যে আগের বাজেট ধরে রাখার প্রচেষ্টা আমার মনে হয় কম। গল্পে মা-বাবা বা অন্য শিল্পীদের রাখতে খুব বেশি টাকা লাগে না। এখনকার কাজের ক্ষেত্রে টিমওয়ার্ক কেমন থাকে? এ বিষয়ে জানতে চাইলে নাদিযা বলেন, একসঙ্গে অনেক অভিজ্ঞ অভিনয়শিল্পী এখনকার নাটকে খুব একটা পাই না। সেই আগের মতো হোমওয়ার্ক করাটা কঠিন হয়ে পড়ে। বেশির ভাগ শুটিংয়ে দেখা যায় নতুন নতুন অনেক মুখ। এটা ভালো। নতুন অভিনেতারা আসবেন। মিডিয়া সমৃদ্ধ হবে। কিন্তু আমাদের প্রতিষ্ঠিত যেসব চরিত্রাভিনেতা আছেন, তাদের যথাযথ কাজে লাগানো হচ্ছে না। অনেকে ভালো অভিনয়শিল্পী। কিন্তু তাদের দিয়ে অভিনয় করানো হচ্ছে না। সবাই অভিনয় না জানলে অভিনয়টা একা একা করা যায় না। এ জন্য অনেক গল্পই ফুটে ওঠে না। টিভি নাটকের বাইরে এই অভিনেত্রী ‘ঘোলা’ শিরোনামের একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন। ভালো গল্প ও চরিত্র পেলে আবারো ওয়েব সিরিজে কাজ করার ইচ্ছে প্রকাশ করেন তিনি।