আল্লামা শফী হত্যা মামলা সরকার করেনি :স্বরাষ্ট্রমন্ত্রী
প্রতিনিধি, খাগড়াছড়ি
প্রকাশ: শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০, ১২:৫৯ পিএম আপডেট: ২৫.১২.২০২০ ১:২৫ পিএম | প্রিন্ট সংস্করণ
হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফীর মৃত্যুকে ‘হত্যা’ আখ্যায়িত করে দায়ের করা মামলায় সরকারের হাত নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতকাল বৃহস্পতিবার খাগড়াছড়িতে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘আল্লামা শফীর মৃত্যু নিয়ে মামলা সরকার করেনি। যারা সংক্ষুব্ধ হয়েছেন তারাই মামলা করেছেন। যারা মামলা করেছেন তারা তা উঠিয়ে নেবেন কি না তারাই জানেন। এখানে সরকারের কিছু করার নেই।’
শফীর মৃত্যুর পর হেফাজতে বিরোধের মধ্যে গত ১৭ ডিসেম্বর চট্টগ্রামের একটি আদালতে শফীর শ্যালক মো. মইন উদ্দিন একটি মামলা করেন; যাতে শফীকে ‘মানসিক নির্যাতন করে পরিকল্পিতভাবে’ হত্যার অভিযোগ আনা হয়েছে। মামলায় ৩৬ আসামির অধিকাংশই হেফাজতের বর্তমান আমির জুনাইদ বাবুনগরীর অনুসারী। মামলায় এক নম্বর আসামি করা হয়েছে মাওলানা মো. নাসির মুনিরকে। আর দুই নম্বর আসামি করা হয়েছে সাম্প্রতিক সময়ে বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা করে আলোচনায় আসা হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হককে।
হেফাজতের আমির শতবর্ষী আহমদ শফী চট্টগ্রামের হাটহাজারী মাদরাসার কর্তৃত্ব হারানোর পরদিন গত ১৮ সেপ্টেম্বর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত বুধবার হাটহাজারীর বড় মাদরাসায় এক সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলামের বর্তমান আমির জুনাইদ বাবুনগরী এই হত্যা মামলাকে ‘রাজনৈতিক চক্রান্ত’ বলে অভিযোগ করেছেন। সে বক্তব্যের জবাবে গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী উপরোক্ত মন্তব্য করেন। গতকাল দুপুরে খাগড়াছড়িসহ বান্দরবান, রাঙামাটি, কক্সবাজার, নারায়ণগঞ্জ ও চাঁদপুর জেলায় ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মন্ত্রী। এর আগে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন করেন তিনি। এই সময় অন্য জেলা থেকে সংশ্লিষ্টরা ভিডিও কনফারেন্সে অনুষ্ঠানে সম্পৃক্ত হন। উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘আমরা মনে করি বিচার বিভাগ স্বাধীন। বিচার বিভাগ তার নিজস্ব গতিতে চলবে।’