মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   ফিল্ম সিটি থেকে বাদ দেওয়া হচ্ছে ‘বঙ্গবন্ধুর’ নাম   সিলেটের সাবেক সংসদ সদস্য ইয়াহিয়া গ্রেপ্তার   অনন্য অসাধারণ শেখ হাসিনা আমাদের গর্ব   নরসিংদীতে ‘থার্টি ফার্স্ট’ উপলক্ষে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে কোপালো সন্ত্রাসীরা   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
সাবেক প্রতিমন্ত্রী আ খ ম জাহাঙ্গীর হোসাইন আর নেই
প্রতিনিধি, গলাচিপা
প্রকাশ: শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০, ১২:৫৯ পিএম আপডেট: ২৫.১২.২০২০ ১:২৫ পিএম | প্রিন্ট সংস্করণ


বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য ও সাবেক বস্ত্র প্রতিমন্ত্রী আ খ ম জাহাঙ্গীর হোসাইন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি....রাজিউন)। এর আগে তিনি করোনায় আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি এক পুত্র, কন্যা ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জাহাঙ্গীর হোসাইন ১৯৫৪ সালের ১৮ জানুয়ারি পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার গজালিয়ার চরচন্দ্রাইল গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি গলাচিপা মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি অর্জন করেন। ছাত্র জীবন থেকেই তিনি রাজনীতির সাথে জড়িত ছিলেন। স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় ১৯৮১-৮৩ সালে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। এর পর তিনি আওয়ামী লীগের সহ-দফতর সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। আখম জাহাঙ্গীর হোসাইন ১৯৯১,১৯৯৬, ২০০১ ও ২০১৪ সালে পটুয়াখালী-৩ থেকে সংসদ সদস্য পদে প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়ে বিজয়ী হয়েছিলেন। সব শেষ গত বছর আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কার্যনিবাহী কমিটির সদস্য পদ লাভ করেন। এর আগে তিনি বাংলাদেশ সরকারের বস্ত্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
এদিকে আখম জাহাঙ্গীর হোসাইনের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে গলাচিপা-দশমিনা উপজেলায়। গলাচিপা উপজেলা আওয়ামী লীগ কার্যালয় ভিড় জমাতে থাকেন সাধারণ মানুষ ও নেতাকর্মীরা। গলাচিপা উপজেলা আওয়ামী লীগ গতকাল সন্ধ্যায় জরুরি সভা ডাকা হয়েছে। এসময় শোক জানিয়েছেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সাহিন, উপজেলা আ.লীগের সভাপতি সন্তোষ কুমার দে, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটোসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। আখম জাহাঙ্গীর হোসাইন এর ছোটভাই শওকত হোসেন বলেন, আজ শুক্রবার সকালের দিকে তার লাশ (আখম জাহাঙ্গীর হোসাইন) গলাচিপাতে আনা হবে। গতকাল রাতে সিদ্ধান্ত নেওয়া হবে কোথায় দাফন করা হবে। তিনি আরো জানান, প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে গ্রামের বাড়ি গলাচিপার গজালিয়াতে দাফন করা হবে।  গলাচিপা উপজেলা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সর্দার মু. শাহআলম জানান, সাবেক এমপি আখম জাহাঙ্গীর হোসাইনের মরদেহ শুক্রবার গলাচিপা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আনা হবে। সেখানে দলীয় ও সাধারণ মানুষের শেষ শ্রদ্ধা জানানো হবে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
https://www.dailyvorerpata.com/ad/BHousing_Investment_Press_6colX6in20200324140555 (1).jpg
https://www.dailyvorerpata.com/ad/last (2).gif
https://www.dailyvorerpata.com/ad/431205536-ezgif.com-optimize.gif
https://www.dailyvorerpata.com/ad/agrani.gif
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]