প্রকাশ: শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০, ১২:০০ এএম আপডেট: ২৫.১২.২০২০ ১:১৮ পিএম | প্রিন্ট সংস্করণ
মানিলন্ডারিং আইনে দায়ের করা মামলায় এস এম গোলাম কিবরিয়া শামীম (জি কে শামীম) ও তার ৭ দেহরক্ষীর বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের জন্য পরবর্তী দিন আগামী ৭ জানুয়ারি ধার্য করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার মামলার সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছিল। কিন্তু সেদিন আদালতে কোন সাক্ষী উপস্থিত না হওয়ায় ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর ভারপ্রাপ্ত বিচারক হাফিজুর রহমান নতুন এ দিন ধার্য করেন। ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর রাজধানীর নিকেতনে শামীমের বাড়ি ও অফিসে র্যাব অভিযান চালিয়ে ৮টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গুলি, ১৬৫ কোটি টাকার এফডিআর এবং নগদ প্রায় এক কোটি ৮১ লাখ টাকা, বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা এবং মদ জব্দ করে। এঘটনায় ২০১৯ সালের ২১ সেপ্টেম্বর র্যাব-১ এর নায়েব সুবেদার মিজানুর রহমান বাদী হয়ে গুলশান থানায় আসামিদের বিরুদ্ধে মানিলন্ডারিং আইনে মামলাটি করেন।
সব তথ্য প্রমাণ হাতে নিয়ে গত ৪ আগস্ট তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার ইকোনমিক ক্রাইম স্কোয়াড আবু সাঈদ। এ মামলায় মোট ২৬ জনকে সাক্ষী করা হয়। গত ১০ নভেম্বর জি কে শামীমসহ তার ৭ দেহরক্ষীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলার অপর আসামিরা হলেন- দেলোয়ার হোসেন, মুরাদ হোসেন, মো. জাহিদুল ইসলাম, শহিদুল ইসলাম, জামাল হোসেন, সামসাদ হোসেন ও আমিনুল ইসলাম।