বরিশাল পুলিশে ডোপ টেস্ট: মাদকে জড়িত থাকায় গ্রেফতার ৫, চাকরিচ্যুত ৪
বরিশাল ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০, ১২:০০ এএম আপডেট: ২৫.১২.২০২০ ১:১৯ পিএম | প্রিন্ট সংস্করণ
বরিশাল মেট্রোপলিটন পুলিশে (বিএমপি) কর্মরত এমন ১৭ সদস্য মাদক সেবনে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। ডোপ টেস্টে পুলিশ সদস্যদের শরীরে মাদকের অস্তিত্ব পাওয়ায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ হচ্ছে। ইতিমধ্যে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ও কনস্টেবল মর্যাদার ৫ পুলিশ সদস্যকে গ্রেফতার করাসহ আরও ৪ জনকে চাকরিচ্যুত করা হয়েছে। আরও অন্তত ১০ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এসব তথ্য নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি দায়িত্বশীল সূত্র। দায়িত্বশীল পুলিশ কর্মকর্তারা বলেছেন, বিতর্ক এবং স্বচ্ছতা পুনরুদ্ধারে পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান নিজেই প্রতিটি সদস্যকে ডোপ টেস্ট করানোর উদ্যোগ নেন। সম্প্রতি বরিশালে মাদকসহ বেশ কয়েকজন মেট্রোপলিটন ও জেলা পুলিশের সদস্য আটক হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর ইমেজে সংকট দেখা দেয়। প্রশাসন যেখানে মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স সেখানে তাদেরই সদস্যরা মাদকের সঙ্গে সম্পৃক্ত হওয়ার বিষয়টি একেবারে বেমানান। পুলিশের একটি সূত্র জানায়, পরিস্থিতির আলোকে পুলিশ কমিশনার ডোপ টেস্টের উদ্যোগ গ্রহণপূর্বক পুলিশ হেডকোয়াটার্সকে বিষয়টি অবহিত করেন। প্রাথমিকভাবে কারা মাদক গ্রহণ করতে পারে সম্ভাব্য এ ধরনের পুলিশ সদস্যদের গোপনে চিহ্নিত করে একটি তালিকা প্রণয়ন করেন।