পিছিয়ে যাচ্ছে ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ । পরীক্ষার খাতা তৃতীয় পরীক্ষকের কাছে যাওয়ার কারণে এই বিলম্ব হবে।
সম্প্রতি সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্রে এ তথ্য জানা গেছে। চলতি বছরের শুরুতে অনুষ্ঠিত ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল ডিসেম্বরের শেষ সপ্তাহে প্রকাশ করতে চেয়েছিল পিএসসি।
এ বিষয়ে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহমদ বলেন, ডিসেম্বরের মধ্যে ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ সম্ভব হবে না। দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশের জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।
তিনি বলেন, ফলাফল নির্দিষ্ট সময়ে প্রকাশ করতে সরকারি ছুটি এবং শনিবারও আমরা কাজ করছি। তবে বেশকিছু খাতা তৃতীয় পরীক্ষকের কাছে যাওয়ার কারণে ফলাফল প্রকাশে দেরি হবে।
পিএসসি সূত্রে জানা গেছে, ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ এরই মধ্যে শেষ হয়েছে। অনেক খাতায় দুই পরীক্ষকের নম্বরের ব্যবধান ২০ শতাংশের বেশি হওয়ায় তা তৃতীয় পরীক্ষকের কাছে পাঠানো হয়েছে।