শালিখায় পৈতৃক জমি দখল পেতে কন্যাদের সংবাদ সম্মেলন
শালিখা (মাগুরা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০, ৭:৪৯ পিএম | অনলাইন সংস্করণ
মাগুরার শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের আড়ুয়াকান্দি গ্রামের মৃত বাবুর আলী সর্দারের কন্যারা পৈতৃক জমিতে দখল পেতে সংবাদ সম্মেলন করেছেন।
আজ বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকাল ১১ টায় প্রেসক্লাব শালিখার মিলনায়তন কক্ষে এ সংবাদ সম্মেলন করেন শাহিদা খাতুন, সান্তনা খাতুন ও অপর কন্যা মৃত জরিনা খাতুনের মেয়ে সুফিয়া খাতুন এবং ছেলে বাবলুর রহমান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা বলেন, মাগুরার শালিখা উপজেলার আড়ুয়াকান্দি গ্রামের মৃত বাবুর আলী সর্দার আমাদের পিতা। ওয়ারিশ সূত্রে সিমাখালি ও আড়ুয়াকান্দি মৌজার মোট ৯ একর ৭১ শতক জমির মধ্যে ১ একর ৭১ শতক জমির অংশীদার আমরা তিন বোন। উক্ত জমিতে আমাদের দুই ভাই আরব আলী সরদার ও আইয়ুব আলী সরদার জোরপূর্বক ভোগদখল করছে। দখলকৃত জমিতে আমরা দখল দিতে গেলে তারা দুই ভাই আমাদেরকে নানাভাবে অসম্মানিত করে আমরা বাধ্য হয়ে এ ব্যাপারে শালিখা থানা পুলিশের অভিযাগ দেয়। শালিখা থানা পুলিশ ও স্থানীয় চেয়ারম্যান আমাদেরকে সালিশের মাধ্যমে জমিটার সুষম বন্টন করে দিলেও আমাদের ভাইয়েরা জমিতে দখল দিতে দেননি। তাই আমরা সাংবাদিকদের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের কাছে আমাদের প্রাপ্ত জমি দখল পেতে সহায়তা কামনা করছি।
এ সময় প্রেসক্লাব শালিখার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।