প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০, ৭:২৬ পিএম আপডেট: ২৪.১২.২০২০ ৭:৩০ পিএম | অনলাইন সংস্করণ
কট্টর ইসলামপন্থার বিরুদ্ধে সম্প্রতি নতুন আইন পাস করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। দেশটির একটি সাময়িকীতে মহানবীকে (সা.) বিদ্রূপ করে কার্টুন প্রকাশের পরিপ্রেক্ষিতে কয়েক দফা হামলার পর এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিতর্কিত সেই ইসলামবিদ্বেষী আইন রয়েছে বেশ কিছু বাধ্যবাধকতা। যেমন:
চলাফেরায় নিষেধাজ্ঞা: সন্ত্রাসী সংগঠনের সঙ্গে জড়িত আছে এমন মনে হলে পুলিশ ওই ব্যক্তিকে নিজের শহর ছাড়ার উপর নিষেধাজ্ঞা দিতে পারবে এবং প্রয়োজন হলে নিয়মিত তাদের কাছে হাজিরা দিতে হবে। যার অর্থ হচ্ছে, একজনকে কার্যত গৃহবন্দি করে ফেলা। তবে ফরাসি সরকার আগে সাধারণত জরুরি অবস্থায় এমন আইন প্রয়োগ করতে পারতো।
পাবলিক ইভেন্ট ঘিরে নিরাপত্তা: সন্ত্রাসী হামলার কবলে পড়ার ঝুঁকি আছে এমন বড় পাবলিক ইভেন্টের নিরাপত্তা প্রদানের ক্ষেত্রে জরুরি অবস্থার মতো আইনি অধিকার পাবে নিরাপত্তা সংস্থাগুলো। এই অধিকারের আওতায় তারা ভেন্যুর কাছাকাছি যে কোনো প্রপার্টিতে এবং সন্দেহভাজন যে কোনো মানুষকে তল্লাশি করতে পারবে তারা। এছাড়া নিরাপত্তা এবং প্রতিরক্ষা ক্ষেত্রে কর্মরত কোনো সরকারি কর্মী যদি উগ্র মতামত ধারণ করে, তাহলে তাকে বদলি বা চাকুরিচ্যুত করার ক্ষমতা থাকবে নতুন আইনে।
ঘরতল্লাশি: মানুষদের নির্দিষ্ট কিছু জায়গায় নিষিদ্ধও করার পাশাপাশি চাইলেই যে কারো ঘর তল্লাশি করতে পারবে কর্তৃপক্ষ। আগে জরুরি অবস্থার বাইরে এ ধরনের তল্লাশি অভিযান একজন বিচারকের আদেশক্রমে করা যেতো। সন্ত্রাসবাদ প্রতিরোধের স্বার্থে তারা এমন সিদ্ধান্ত নিতে পারবে শুধুমাত্র তাদের সন্দেহের উপর নির্ভর করে।
উপসনালয় বন্ধের ক্ষমতা: উগ্রবাদ বা বিদ্বেষ ছড়ানো হচ্ছে এমন অভিযোগ পাওয়া গেলে যে কোনো উপসনালয় বন্ধ করার ক্ষমতা রাখতে পারবে কর্তৃপক্ষ।
বন্দর এবং বিমানবন্দরে পরিচয়পত্র পরীক্ষা: দেশটিতে বন্দর এবং আন্তর্জাতিক বিমানবন্দরের ১০ বর্গকিলোমিটার এলাকার মধ্যে যে কারো পরিচয়পত্র পরীক্ষা করতে পারবে নিরাপত্তা বাহিনী। এছাড়া ২০ বর্গকিলোমিটারের মধ্যে এ ধরনের পরীক্ষা চালুর প্রস্তাব করা হলেও অনুমোদিন দেয়নি নয়া আইন।