প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০, ৬:৩১ পিএম | অনলাইন সংস্করণ
দিনাজপুরের চিরিরবন্দরের ২১৫টি গৃহহীন পরিবার মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার হিসেবে আধা পাকা বাড়ি পাচ্ছে । ৩০ ডিসেম্বর এসব বাড়ি তাদের কাছে হস্তান্তর করা হবে।
ইসবপুর সাওঁতাল গ্রামের ভূমিহীন শরীফা বেগম, ছয় ছেলে-মেয়ে নিয়া ঠাঁই নিছিলাম মাটির ঘরে। কষ্ট ছিল সীমাহীন। প্রধানমন্ত্রী ঘর দিছেন, খুব খুশি হইছি।
শরীফার মতো আরো অনেকেই বলেন, আমরা অনেক খুশি। পাকা দালান পাইতেছি। শেখের বেটির জন্য দোয়া করি। আল্লাহ যেন তাকে আরো বেশি করে মানুষের সেবা করার তৌফিক দান করেন।
আশ্রয়ণ-২ প্রকল্পের মাধ্যমে খাস জমিতে ঘর নির্মাণ কাজ বাস্তবায়ন করছে উপজেলা প্রশাসন। চিরিরবন্দরের ইউএনও আয়েশা সিদ্দিকা বলেন, কাজের অগ্রগতি ভালো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করতে পারব।