আদালত প্রাঙ্গণে শিপ্রা দেবনাথ বলেন, স্থায়ী জামিন পেয়েছি এতে সন্তুষ্টির কিছু নেই। কারণ তিনি (সিনহা) আর ফিরে আসবেন না। যে বাস্তবতা সেটা তদন্ত বেরিয়ে এসেছে। আমাদের বিরুদ্ধে যে অন্যায় হয়েছে তা প্রমাণিত হচ্ছে।
এর আগে গত ২১ ডিসেম্বর পুলিশের দায়ের করা মাদক মামলায় শিপ্রার বিরুদ্ধে যে অভিযােগ আনা হয়েছে তার সত্যতা মেলেনি বলে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন র্যাবের তদন্ত কর্মকর্তা অ্যাডিশনাল এসপি বিমান চন্দ্র কর্মকার।
গত ৩১ জুলাই টেকনাফের বাহারছড়া ইউপির শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। সিনহার গাড়ি থেকে মাদক উদ্ধারের অভিযােগ এনে টেকনাফ থানায় দুটি মামলা করে পুলিশ। মামলায় সিনহা এবং তার সঙ্গে থাকা সিফাতকে আসামি করা হয়।
অপরদিকে একইদিন নীলিমা রিসাের্টের সিনহার ভাড়া করা কক্ষ থেকে তার সহকর্মী শিপ্রাকে গ্রেফতার করে পুলিশ। ওই সময় তার কক্ষে মাদক পাওয়া যায় দাবি করে শিপ্রার বিরুদ্ধে রামু থানায় একটি মামলা দায়ের করে পুলিশ।