ওবায়দুল কাদের বলেন, ২০০৬ -০৭ অর্থবছরে দেশের বাজেট ছিল ৫৪ হাজার ৮শ’ কোটি টাকা। বর্তমানে শেখ হাসিনার নেতৃত্বে তা ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকায় উন্নীত হয়েছে। ২০০৬ সালের মূল এডিপি ছিল প্রায় ১৯ হাজার কোটি টাকা, আর এখন ২ লাখ ৫ হাজার কোটি টাকা। তখনকার সময় রিজার্ভ ছিল ৫ বিলিয়ন মার্কিন ডলার, বর্তমানে ৪২ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে।’
তিনি বলেন, দেশের অর্থনীতি এগিয়ে যাওয়া নিয়ে যখন বিশ্বব্যাপী প্রশংসা চলছে তখন বিএনপি প্রকাশ করেছে সংশয়, যা তাদের অজ্ঞতার বহিঃপ্রকাশ।
কাদের বলেন, বিশ্বের বিভিন্ন দেশ যখন মহামারি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে, তখন শেখ হাসিনার মানবিক ও সাহসী নেতৃত্বে একদিকে সংক্রমণ রোধ ও চিকিৎসা, অপরদিকে জীবন জীবিকার নিরাপত্তা বিধানে গৃহীত পদক্ষেপ বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে। আসলে বিএনপি চেয়েছিল মানুষ না খেয়ে এবং বিনাচিকিৎসায় রাস্তায় মরে পড়ে থাকবে, তা হয়নি বলেই তাদের এত গাত্রদাহ।
বিএনপি করোনাকালে জনগণের জন্য কী করেছে, তা জানতে চেয়ে ওবায়দুল কাদের করোনা মোকাবিলায় সরকারের গৃহীত সব প্যাকেজ, সাহায্য, অনুদান এবং ত্রাণের পরিসংখ্যান তুলে ধরেন।
তিনি বলেন, আওয়ামী লীগ ও সরকার প্রধান শেখ হাসিনার মতো একজন মানবিক নেতৃত্ব যতক্ষণ আছে, ততক্ষণ মহামারিসহ যেকোনও দুর্যোগ মোকাবিলায় লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ।’ ওবায়দুল কাদের দাবি করেন, জনগণের ক্ষতি করার পাশাপাশি দেশের ইমেজ নষ্ট করা ও মিথ্যাচারই এখন বিএনপির একমাত্র কৌশল।
মন্ত্রী বলেন, করোনা নতুন করে আবার প্রাণঘাতী রূপ নিয়ে ছড়িয়ে পড়ছে।’ এ অবস্থায় নিজের এবং অন্যের সুরক্ষায় মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলার কোনও বিকল্প নেই বলে উল্লেখ করেন তিনি। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী লন্ডনসহ বিভিন্ন দেশের ফ্লাইটের বিষয়ে সরকার সজাগ আছে জানিয়ে বলেন, ‘লন্ডন-ঢাকা-লন্ডন ফ্লাইটের বিষয়ে পরিস্থিতি গুরুত্ব দিয়ে মনিটর করা হচ্ছে।