প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০, ২:২২ এএম | প্রিন্ট সংস্করণ
জনপ্রিয় মডেল-অভিনেত্রী আজমেরি হক বাঁধন। মাঝে বিরতির পর আবারো কাজে সরব হয়েছেন। নিজেকেও বেশ পরিবর্তন করেছেন এই অভিনেত্রী। গেল বছরের শেষের দিকে একটি ছবির শুটিং শেষ করেন তিনি। তবে চলতি বছর করোনার কারণে তেমন কোনো কাজে না থাকলেও শেষে এসে চমকে দিলেন। চলচ্চিত্রের পর এবার ওয়েব সিরিজে নাম লিখলেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী আজমেরি হক বাঁধন। বাংলাদেশি লেখক নাজিম উদ্দিনের ‘রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি’ উপন্যাস অবলম্বনে নির্মিতব্য ওয়েব সিরিজের মুশকান জুবেরীর চরিত্রে দেখা যাবে বাঁধনকে। এটি পরিচালনা করছেন ওপার বাংলার নির্মাতা সৃজিত মুখার্জি। তবে বাঁধনের অভিনয়ের খবরটি প্রকাশ করে ওপার বাংলার একটি সংবাদপত্র। সেকানে জানানো হয়, পশ্চিমবঙ্গের বর্ধমান-দুর্গাপুর অঞ্চলে ইতোমধ্যেই শুরু হয়ে গেছে এর শুটিং। যেখানে অন্যতম চরিত্রে হাজির হচ্ছেন কলকাতার গায়ক ও নির্মাতা অঞ্জন দত্ত। অন্যান্য চরিত্রে রয়েছেন রাহুল বোস, অনির্বাণ ভট্টাচার্য প্রমুখ। অভিনয় করার সত্যতা জানতে বাঁধনের মুঠোফোনে যোগাযোগ করা হলে এটি বন্ধ পাওয়া যায়। এদিকে, মুশকান জুবেরী হিসেবে সৃজিতের প্রথম পছন্দ ছিল জয়া আহসান। এরপর নাম এসেছে পরীমনিরও। এবার শোনা যাচ্ছে বাঁধনের নামটি। এর আগে গত জুলাইয়ে জানা গিয়েছিল, নাজিম উদ্দিনের এই উপন্যাসটি নিয়ে ওয়েব সিরিজ নির্মাণ করতে যাচ্ছেন সৃজিত। যা প্রযোজনা করবে ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’। আর এতে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিমও অভিনয় করবেন। তবে কিছুদিন পরই সৃজিত এক টুইট বার্তায় জানান, ইচ্ছে থাকা সত্ত্বেও ওয়েব সিরিজে বাংলাদেশের কেউ থাকছে না। টুইট বার্তায় তিনি জানান, ‘এটি হইচই-এর সঙ্গে আমার প্রথম কাজ। বাংলাদেশের অভিনেতা নিয়ে সেখানে শুট করতে চেয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যক্রমে করোনার জন্য সেটা সম্ভব হচ্ছে না। যা-ই হোক, নাজিম উদ্দিনের উপন্যাসের স্বাদ অটুট রাখতে আমি আমার যথাসাধ্য চেষ্টা করব।’