প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০, ২:২২ এএম | প্রিন্ট সংস্করণ
রাইড শেয়ারিং অ্যাপের গল্পে নির্মাণ হচ্ছে সিনেমা। দেশে চলমান রাইড শেয়ারিং অ্যাপকে উপজীব্য করে নতুন সিনেমা বানাচ্ছেন নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের পুত্র নুহাশ হুমায়ূন; সিনেমার নাম ‘মুভিং বাংলাদেশ’। নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে এমন তথ্য জানিয়েছেন নুহাশ। তিনি লিখেছেন, ‘একবছর ধরে এ সিনেমার মান উন্নয়নের কাজ চলছে। এ প্রজেক্টটিকে গোপন রাখা তার জন্য খুবই কঠিন ছিল। নুহাশ হুমায়ূন বলেছেন, আমরা কাজ করছি এমন অনুপ্রেরণামূলক সত্য গল্প নিয়ে যেটা দেখার জন্য আমি আর অপেক্ষা করতে পারছি না। নুহাশের তৈরি ‘মুভিং বাংলাদেশ’ সিনেমার গল্পে দেশে রাইড শেয়ারিং অ্যাপ ‘পাঠাও’র যাত্রা শুরু ও শহুরে জীবনের গল্প থাকবে। দেখানো হবে, কীভাবে একদল তরুণ রাজধানীর যানজটে বিরক্ত হয়ে নিজেরাই একটি পরিত্রাণের উপায় বের করে ফেলেন; সেই কাহিনি উঠে আসবে ‘মুভিং বাংলাদেশ’-এ। সিনেমায় আরও দেখানো হবে, ট্র্যাফিক ও জীবনে আটকে থাকা অসুস্থ শিশুদের একগুচ্ছ গল্প। যদিও সিনেমাটিতে কারা অভিনয় করছেন সে প্রসঙ্গে এখনও কিছু জানানি নুহাশ হুমায়ূন। বলেছেন, আগামী বছর থেকে ‘মুভিং বাংলাদেশ’ সিনেমার শুটিং শুরু হবে। তার আগেই যারা অভিনয় করবেন তাদের নাম প্রকাশ করা হবে। বর্তমানে চলছে শিল্পী বাছাই প্রক্রিয়া। সিনেমাটির চিত্রনাট্য জমা দেওয়ার পর ভারতের ফিল্ম বাজারে চলতি বছর বাংলাদেশের একমাত্র সিনেমা হিসেবে নির্বাচিত হয়েছে ‘মুভিং বাংলাদেশ’। গুপী বাঘা প্রোডাকশনের ব্যানারে এ সিনেমাটি প্রযোজনা করছেন আরিফুর রহমান ও বিজন ইমতিয়াজ। আইসিটি উপদেষ্টা হিসেবে যুক্ত আছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।