সোমবার ২৫ নভেম্বর ২০২৪ ১০ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   ফিল্ম সিটি থেকে বাদ দেওয়া হচ্ছে ‘বঙ্গবন্ধুর’ নাম   সিলেটের সাবেক সংসদ সদস্য ইয়াহিয়া গ্রেপ্তার   অনন্য অসাধারণ শেখ হাসিনা আমাদের গর্ব   নরসিংদীতে ‘থার্টি ফার্স্ট’ উপলক্ষে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে কোপালো সন্ত্রাসীরা   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
বিরাট ব্যবধানে যাত্রা শুরু সাইফ স্পোর্টিংয়ের
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০, ৯:১০ এএম আপডেট: ২৪.১২.২০২০ ১:০৯ পিএম | প্রিন্ট সংস্করণ

প্রথমার্ধের মলিনতা বিরতির পর কাটিয়ে উঠল সাইফ স্পোর্টিং। উত্তর বারিধারাকে উড়িয়ে ফেডারেশন কাপে শুভসূচনা করল পল জোসেফ পুটের দল। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার ‘বি’ গ্রুপের ম্যাচে উত্তর বারিধারাকে ৩-০ গোলে হারায় সাইফ স্পোর্টিং। তিনটি গোলই হয় দ্বিতীয়ার্ধে। পাসিং ফুটবলে বলের নিয়ন্ত্রণে এগিয়ে থাকলেও প্রথমার্ধে সাইফ স্পোর্টিংয়ের আক্রমণে ছিল না চেনা ধার। ২১তম মিনিটে প্রথম বলার মতো আক্রমণে যায় উত্তর বারিধারা। জিতু মিয়ার নিচু ক্রস ধরে উজবেকিস্তানের মিডফিল্ডার ইভজেনি কোচনেভের শট ফেরান গোলরক্ষক পাপ্পু হোসেন। প্রথমার্ধের শেষ দিকে দুই দলের সামনে এসেছিল সুযোগ। কিন্তু কাজে লাগাতে পারেনি কেউ। ৪৩তম মিনিটে বারিধারার মিশরীয় ফরোয়ার্ড মোস্তফা মাহমুদ আব্দেল খালেকের আড়াআড়ি ক্রসে সুজন বিশ্বাস পা ছোঁয়াতে পারেননি। ভারসাম্য হারিয়ে পড়ে গেলে নষ্ট হয় ভালো সুযোগটি। ৪৫তম মিনিটে রহমত মিয়ার থ্রো ইনে নাইজেরিয়ান ফরোয়ার্ড ইকেচুকু এনগোকের বাঁ পায়ের শট ক্রসবারের ওপর দিয়ে যায়। দ্বিতীয়ার্ধের শুরুতে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে উত্তর বারিধারা। ডান দিক থেকে সিরাজউদ্দিন রাখমাতুল্লায়েভের ক্রসে তেমন কোনো বিপদ ছিল না। কিন্তু বল বিপদমুক্ত করতে যাওয়া মিশরের ডিফেন্ডার সায়েদ মাহমুদ আব্দুল রহিমের পায়ে লেগে জালে জড়ায়। এগিয়ে যাওয়ার পর সাইফের আক্রমণের ধার বাড়ে। ৫৩তম মিনিটে ডান দিক থেকে রহিম উদ্দিনের ক্রসে গোলমুখ থেকে ফয়সাল আহমেদ ফাহিম হেড করতে পারেননি। নয় মিনিট পর এনগোকে এক ছুটে ডি-বক্সে ঢুকে বল বাড়ান জন ওকোলিকে; নাইজেরিয়ার ফরোয়ার্ডের শট বেরিয়ে যায় দূরের পোস্ট ঘেঁষে। ৬৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ হয়। ডান দিক দিয়ে বক্সে ঢুকে নিখুঁত শটে আগুয়ান গোলরক্ষককে পরাস্ত করেন এনগোকে। ছয় মিনিট পর বাঁ দিক দিয়ে আক্রমণে উঠে ঠা-া মাথায় গোলরক্ষকের পাশ দিয়ে কাছের পোস্ট দিয়ে ব্যবধান আরও বাড়ান ফয়সাল। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে বদলি নামা অপূর্ব কুমার দাসের শট পাপ্পুর গ্লাভস ছুঁয়ে পোস্টে লেগে ফিরলে সান্ত¡নাসূচক গোলের দেখাও পায়নি উত্তর বারিধারা।

সুব্রতের ছোঁয়ায় শুভযাত্রা আরামবাগের
স্বস্তির জয়ে শুরু আরামবাগ ক্রীড়া সংঘ। শুরুর ছন্দ ধরে রাখতে পারেনি ব্রাদার্স ইউনিয়ন। দ্বিতীয়ার্ধে তুলনামূলক ভালো খেলে স্বস্তির জয় এল আরামবাগের। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গতকাল বুধবার ‘বি’ গ্রুপের ম্যাচে ২-০ গোলে জিতেছে আরামবাগ। গতবার দুই ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকে ছিটকে গিয়েছিল তারা। প্রথমার্ধে আক্রমণে এগিয়ে থাকলেও গোল পায়নি ব্রাদার্স। চতুর্দশ মিনিটে দলটির নাইজেরিয়ান ফরোয়ার্ড স্যামসন ইলিয়াসুর ডি-বক্সের বাইরে থেকে নেওয়া বুলেট গতির শট ফিস্ট করে ফেরান কাশেম মিলন। দুই মিনিট পর চিজোবা ক্রিস্টোফারের শট ব্রাদার্স গোলরক্ষক তিতুমীর চৌধুরী পুরোপুরি গ্লাভসে নিতে পারেনি; এরপর এক ডিফেন্ডার দ্রুত বিপদমুক্ত করেন। ৯০ মিনিটে মুরাদ হোসেনের গোল সহজ জয় নিশ্চিত করে আরামবাগের। ভারতীয় কোচ সুব্রত ভট্টাচার্যের ছোঁয়ায় সুন্দর ফুটবল উপহার দিয়ে মৌসুমের প্রথম ম্যাচেই সহজ জয় নিয়ে ঘরে ফিরেছে আরামবাগ ক্রীড়া সংঘ। সুব্রত ভট্টাচার্যের কৌশলের কাছে হেরে যায় কমলা জার্সিধারীরা। প্রথম ম্যাচ জিতে আরামবাগের কোচ সুব্রত ভট্টাচার্য বলেছেন, ‘প্রথম ম্যাচটা দেখলাম। জয়ে আমি খুশি। তবে আরো কিছু কাজ করতে হবে লিগের আগে। আশা করি যে সমস্যাগুলো আছে তা ঠিক করা যাবে।’



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
https://www.dailyvorerpata.com/ad/BHousing_Investment_Press_6colX6in20200324140555 (1).jpg
https://www.dailyvorerpata.com/ad/last (2).gif
https://www.dailyvorerpata.com/ad/431205536-ezgif.com-optimize.gif
https://www.dailyvorerpata.com/ad/agrani.gif
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]