প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০, ৯:১০ এএম আপডেট: ২৪.১২.২০২০ ১:০৯ পিএম | প্রিন্ট সংস্করণ
দীর্ঘদিন চলা কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলনরত ভারতের কৃষকরা এখনও অনঢ় তাদের দাবিতে। প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত বলে জানিয়েছেন তারা। অন্দোলনের প্রতিবাদ স্বরূপ এবার দেশটি প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদির কাছে নিজেদের রক্ত দিয়ে চিঠি লিখে পাঠিয়েছেন প্রতিবাদী কৃষকরা। গত মঙ্গলবার তারা এই চিঠি পাঠান। সেই সঙ্গে ঠিক করেছেন আন্দোলনের আগামী দিনের কর্মসূচি। ভারতের সংবাদমাধ্যমগুলো জানায়, গত ২৮ দিন ধরে কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলন করছেন কৃষকরা। এরপরও সরকারের পক্ষ থেকে আইন বাতিলের কোনও সিদ্ধান্ত আসেনি। তারা সরকারের ওপর চাপ বাড়ানোর চেষ্টা করছেন। তারই অংশ হিসেবে প্রধানমন্ত্রীর কাছে রক্ত দিয়ে চিঠি লিখেছেন কৃষকরা। গত মঙ্গলবার সিঙ্ঘু সীমান্তে এক রক্তদান কর্মসূচির আয়োজন করেন আন্দোলনকারী কৃষকরা। সেখান থেকে সংগৃহীত রক্তে মোদিকে একাধিক চিঠি লিখেছেন তারা। চিঠিতে তাদের মূল বক্তব্য ছিল ‘কালা আইন বাতিল করুন। অন্যথায় আন্দোলন আরও জোরালো হবে।’ চিঠিতে তারা আরও লিখেছেন, ‘নরেন্দ্র মোদি আপনি দেশের প্রধানমন্ত্রী। আমাদের ভোটে আপনি নির্বাচিত হয়েছেন। এই তিন কৃষি আইন আমরা গ্রহণ করছি না। এগুলো বাতিল করুন।’ কর্মসূচির পাশাপাশি এদিন বৈঠকেও বসেন কৃষকরা।
আলোচনা করেন আগামী দিনের কর্মসূচি নিয়ে। এছাড়া সরকারের পাঠানো প্রস্তাব নিয়েও আলোচনা করেন তারা। জানা গেছে, গত মঙ্গলবার হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরের যাত্রাপথের মধ্যেই কালো পতাকা দেখান কৃষকরা। গাড়িবহর আটকে দেওয়ার চেষ্টা করেন তারা। পরে পুলিশের হস্তক্ষেপে বিষয়টির সমাধান হয়। হরিয়ানার টোল প্লাজাগুলো ফাঁকা করে দিতে রাজি হলেও ২৮ ডিসেম্বর থেকে আবারও জোরালো আন্দোলনে নামতে চলেছেন কৃষকরা। এদিকে, কৃষক নেতা কুলওয়ান্ত সিং সান্ধু জানিয়েছেন, বিভিন্ন দেশে ভারতীয় দূতাবাসের বাইরে শিখ সম্প্রদায়ের মানুষজন বিক্ষোভ করবেন। সোমবার লস অ্যাঞ্জেলসে ভারতীয় দূতাবাসের বাইরে বিক্ষোভ করেন শিখ সম্প্রদায়ের প্রতিনিধিরা। এর আগে কানাডা, ব্রিটেনেও বিক্ষোভ করেছে বিভিন্ন সংগঠন। এদিকে আন্দোলনের প্রতিবাদ হিসেবে দিল্লির সিংঘু সীমানার কাছে গত সোমবার বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন আন্দোলনরত এক কৃষক। মধ্য ষাটের ওই কৃষক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ভারতীয় পুলিশ সূত্র থেকে জানা যায়, নিরঞ্জন সিং নামে বছর ৬৫-র এই কৃষকের বাড়ি পঞ্জাবের তরন তারনে। রোহতকের হাসপাতালে তাকে ভর্তি করার পর তার স্থিতিশীল হয়। বিষ খাওয়ার আগে প্রবীণ ওই কৃষক একটি চিরকূট লেখেন। চিরকূটটি ওই কৃষকেরই লেখা কি না, পুলিশ তা খতিয়ে দেখছে। অন্যদিকে এই আন্দোলন ভিন্নমাত্রা পাচ্ছে রাহুল গান্ধীর সিদ্ধান্তে। দলীয় এমপিদের নিয়ে আগামী ২৪ ডিসেম্বর কৃষকদের সমর্থনে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত মিছিলের ডাক দিয়েছেন তিনি।