সোমবার ২৫ নভেম্বর ২০২৪ ৯ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   ফিল্ম সিটি থেকে বাদ দেওয়া হচ্ছে ‘বঙ্গবন্ধুর’ নাম   সিলেটের সাবেক সংসদ সদস্য ইয়াহিয়া গ্রেপ্তার   অনন্য অসাধারণ শেখ হাসিনা আমাদের গর্ব   নরসিংদীতে ‘থার্টি ফার্স্ট’ উপলক্ষে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে কোপালো সন্ত্রাসীরা   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
সড়কে ঝরল ১৫ প্রাণ
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০, ৯:১০ এএম আপডেট: ২৪.১২.২০২০ ১:০৯ পিএম | প্রিন্ট সংস্করণ

সারা দেশে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জন মারা গেছেন। গতকাল দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় এসব মৃত্যুর ঘটনা ঘটে। এরমধ্যে মাদারীপুরের রাজৈর উপজেলায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী তিন বন্ধু, মেহেরপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক নারী ও তার ছেলে এবং ইজিবাইকের চাপায় এক শিশু, নোয়াখালীর চাটখিলে প্রসব ব্যাথা জনিত কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়ার জন্য যাওয়ার পথে ব্যাটারি চালিত অটোরিকশা ও ইট ভর্তি ট্রলির মুখোমুখি সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ দুইজন, মীরসরাইয়ে পিকআপভ্যান উল্টে একজন, বরিশালের বাবুগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্যসহ দুইজন, নোয়াখালীর চাটখিলে হ্যান্ডট্রলি ও ব্যাটারিচালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে অটোরিক্সা চালক ও এক অন্তঃসত্ত্বা নারী ও বরিশালের আগৈলঝাড়ায় সড়ক দুঘর্টনায় এক শিক্ষকের মৃত্যুর খবর পাওয়া গেছে।

মাদারীপুর :মাদারীপুরের রাজৈর উপজেলায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছে। ঢাকা-বরিশাল মহাসড়কের আলমদস্তা এলাকায় গত মঙ্গলবার দিনগত রাতে এ দুর্ঘটনা ঘটে বলে রাজৈর থানার ওসি শেখ সাদি জানান। নিহতরা হলেন-উপজেলার দারাদিয়া গ্রামের আলেম হাওলাদারের ছেলে শাহিন হাওলাদার (১৭), একই গ্রামের ইসমাইল মুন্সীর ছেলে অনিক মুন্সী (২০) ও মাচচর গ্রামের লিকু ফরাজীর ছেলে শাকিল ফরাজী (১৮)। ওসি বলেন, তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে গোপালগঞ্জ যাচ্ছিল। পথে বরিশালগামী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হলে তারা আহত হয়। পরে তিনজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে রাজৈর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের ফরিদপুর হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা শাহিন ও অনিককে মৃত ঘোষণা করে এবং শাকিলকে ঢাকায় পাঠান। পরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়।

মেহেরপুর :মেহেরপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক নারী ও তার ছেলে এবং ইজিবাইকের চাপায় এক শিশু নিহত হয়েছে। গতকাল বুধবার বিকালে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের বামুন্দী এলাকায় ও সদর উপজেলার বলিয়ারপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। নিহতরা হলেন- গাংনী উপজেলার মোহাম্মদপুর গ্রামের কৃষক শিপন হোসেনের স্ত্রী জেসমিন আক্তার (২৫) ও তাদের ছেলে ইমাম হোসেন (৪) এবং বলিয়ারপুর গ্রামের দিনমজুর সুজন আলীর মেয়ে সজনী খাতুন (৪)। জেসমিনের পরিবার জানায়, ছেলেকে সঙ্গে নিয়ে গাংনী উপজেলার ভরাট গ্রামে বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন জেসমিন। বিকাল ৪টার দিকে বাড়ি ফেরার পথে বামুন্দী এলাকায় বালুবোঝাই একটি ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়। গাংনী থানার ওসি বজলুর রহমান বলেন, ঘটনার পরই ট্রাকসহ চালক পালিয়ে যায়। লাশ উদ্ধার করে আপাতত পুলিশের হেফাজতে রাখা হয়েছে। অপরদিকে একই সময়ে সদর উপজেলার বলিয়ারপুর গ্রামে ব্যাটারিচালিত ইজিবাইক চাপায় সজনী খাতুন নামের এক শিশু নিহত হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা। নিহতের বাবা বলেন, তার মেয়ে বাড়ির পাশে খেলছিল। এ সময় ব্যাটারিচালিত একটি ইজিবাইকের ধাক্কায় সজনীর মৃত্যু হয়। ইজিবাইকটি আটক করা যায়নি বলে পুলিশ জানায়।

নোয়াখালী :নোয়াখালীর চাটখিলে প্রসব ব্যাথা জনিত কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়ার জন্য যাওয়ার পথে ব্যাটারিচালিত অটোরিকশা ও ইট ভর্তি ট্রলির মুখোমুখি সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ দুইজন নিহত হয়েছেন। গতকাল বুধবার সকাল ১০টার দিকে নোয়াখালীর চাটখিল পৌরসভার ২নং ওয়ার্ডের চাটখিল-রামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ১১নং পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার রামনারায়নপুর গ্রামের মো. সোহাগের স্ত্রী নয় মাসের অন্তঃসত্ত্বা সুলতানা আক্তার ও অটোরিকশা চালক পূর্ব শোশালিয়া গ্রামের আব্দুল আজিজের ছেলে ইদ্রিস মিয়া (৪০)। স্থানীয়রা ও পুলিশ জানায়, সুলতানা আক্তারের প্রসব ব্যাথা উঠলে সুলতানার মা সালেহা আক্তার তাকে নিয়ে ব্যাটারি চালিত একটি অটোরিকশাযোগে চাটখিল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশে যাত্রা করেন। তাদের বহনকারী অটোরিকশাটি চাটখিল পৌরসভার ১১নং পুল এলাকায় পৌঁছার পর ইট ভর্তি একটি ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই সুলতানা আক্তার ও অটোরিকশা চালক ইদ্রিস মিয়া ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আহত হন সুলতানা আক্তারের মা সালেহা আক্তার (৬০)। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। নিহত সুলতানার মা সালেহা আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার মেয়ে সুলতানা আক্তার প্রথম সন্তানের মুখ দেখতে পেল না। সড়ক দুর্ঘটনায় আমার মেয়ে ও তার অনাগত সন্তানের জীবন অকালে কেড়ে নিল।’ তিনি ট্রলি চালকের শাস্তি দাবি করেন। চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শহিদুল ইসলাম নয়ন জানান, সড়ক দুর্ঘটনায় নিহত এক অন্তঃসত্ত্বা নারী, অটোরিকশা চালক ও আহত অবস্থায় অপর এক নারীকে হাসপাতালে আনা হয়েছে। মৃত নারীর গর্ভের সন্তানও মারা গেছে। আহত নারীকে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হচ্ছে। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ট্রলিটি জব্দ করা হলেও চালক কৌশলে পালিয়ে গেছে। তাকে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

চট্টগ্রাম :মীরসরাইয়ে পিকআপভ্যান উল্টে একজনের মৃত্যু হয়েছে। এসময় চালকসহ আহত হয়েছেন আরও ২ জন। মঙ্গলবার দিনগত রাত সাড়ে তিনটায় মীরসরাইয়েরে ঠাকুরদিঘি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মীরসরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইমাম হোসেন পাটোয়ারী বলেন, চট্টগ্রামগামী একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই গাড়িতে থাকা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গুরুতর আহত চালক ও তার এক সহকারীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

বরিশাল :বরিশালের বাবুগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্যসহ দুজন নিহত হয়েছেন। উপজেলার নতুনহাট নামক স্থানে ঘটনাটি ঘটেছে। গতকাল দুপুরে বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন, উপজেলার দেহেরগতি ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. শাহিন হোসেন (৪৫) ও রহমতপুর ইউনিয়নের ক্ষুদ্রকাঠী গ্রামের সুলতান মোল্লার পুত্র কলেজ ছাত্র মো. রায়হান (১৭)। স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত ১০টার দিকে ওই দুজন মোটরসাইকেলযোগে ঢাকা-বরিশাল মহাসড়কের নতুনহাটের উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ইউপি সদস্য শাহিন ও কলেজছাত্র রায়হান গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের ঢাকায় প্রেরণ করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরে বুধবার সকালে আহত ইউপি সদস্য মো. শাহিন হোসেন ও কলেজছাত্র মো. রায়হান মৃত্যুবরণ করেন।

নোয়াখালী : নোয়াখালীর চাটখিলে হ্যান্ডট্রলি ও ব্যাটারিচালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে অটোরিক্সা চালক ও এক অন্তঃসত্ত্বা নারী নিহত হয়েছে। এসময় আহত  হয়েছেন আরও একজন। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে চাটখিলের সুন্দরপুরের ১১নং পোলের গোড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, অটোরিক্সা চালক ইদ্রিস (৪৫) এবং যাত্রী সুলতানা (২০)। স্থানীয় সূত্রে জানা যায়, সুন্দরপুরের ১১নং পোলের গোড়া নামক স্থানে ব্যাটারিচালিত অটোরিক্সার সাথে বিপরীত দিক থেকে আসা হ্যান্ডট্রলির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় রিক্সাচালক ইদ্রিস ও যাত্রী সুলতানা ঘটনাস্থলেই মারা যান। নিহত সুলতানা ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিল বলে জানা যায়। চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

জামালপুর :জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় সিএনজি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এর চালক কবির হোসেন (৫০) নিহত হয়েছেন। বুধবার ভোরে উপজেলার পিংনা ইউনিয়নের পদ্মপুর এলাকার সরিষাবাড়ী-তারাকান্দি-ভুয়াপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। কবির হোসেনের বাড়ি পিংনা ইউনিয়নের বাসুরিয়া গ্রামে। স্থানীয়রা জানান, ভোর ৫টার দিকে ঘন কুয়াশার মধ্যে কবির হোসেন তার অটোরিকশায় তিন যাত্রী নিয়ে পদ্মপুর থেকে টাঙ্গাইলের ভুঞাপুরে যাচ্ছিলেন। কিন্তু যাত্রা শুরুর পরপরই ঘন কুয়াশার কারণে রাস্তায় কিছু দেখতে না পেরে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। এতে অটোরিকশাটি খাদে পড়ে গেলে তিনি ও তিন যাত্রী আহত হন। এ অবস্থায় স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক কবির হোসেনকে মৃত ঘোষণা করেন।

আগৈলঝাড়া :বরিশালের আগৈলঝাড়ায় সড়ক দুঘর্টনায় এক শিক্ষক নিহত ও অপর শিক্ষক গুরুতর আহত হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সকালে উপজেলা সদর থেকে শিক্ষার্থীদের সরকারি বই গাড়িতে পাটিয়ে রাংতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বাসুদেব বিশ্বাস ও বাবুল হোসেন সরদার মটরসাইকেলে স্কুলে যাচ্ছিলেন। যাওয়ার সময় আগৈলঝাড়া-বাশাইল-ডাসার সড়কের বাগপাড়া নামক স্থানে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেলের থাকা শিক্ষক বাসুদেব বিশ্বাস ও বাবুল হোসেন সরদার গুরুতর আহত হয়। তাদের স্থানীয়রা উদ্বার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে রামানন্দের আক গ্রামের হিরালাল বিশ্বাসের ছেলে ও রাংতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বাসুদেব বিশ্বাসকে কর্তব্যরত চিকিৎসক ডা. সৈকত জয়ধর তাকে মৃত্যু ঘোষণা করেন। অপর শিক্ষক বাবুল হোসেন সরদারকে গুরুতর অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুলিশের এসআই আলী হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
https://www.dailyvorerpata.com/ad/BHousing_Investment_Press_6colX6in20200324140555 (1).jpg
https://www.dailyvorerpata.com/ad/last (2).gif
https://www.dailyvorerpata.com/ad/431205536-ezgif.com-optimize.gif
https://www.dailyvorerpata.com/ad/agrani.gif
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]