প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০, ১০:৫১ এএম আপডেট: ২৪.১২.২০২০ ১:১৩ পিএম | প্রিন্ট সংস্করণ
ধর্ম ব্যবসায়ী অপশক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সেক্টর কমান্ডারস ফোরাম নামের সংগঠন। সংগঠনটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের বিরোধিতা ও তা ভাঙার মতো অপরাধ যারা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। গতকাল বুধবার ফোরামের নতুন কার্যালয় ঢাকার সিদ্ধেশ্বরীতে কেন্দ্রীয় কমিটির সভায় এই প্রস্তাব গ্রহণ করা হয়।
প্রস্তাবে বলা হয়, যারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি অশ্রদ্ধা দেখায়, ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্যবিরোধী বক্তব্য দেয়, এমনকি ভাস্কর্য ভাঙার মতো ঔদ্ধত্য দেখায়; তারা বাঙালি জাতির মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের সংবিধানের চরম শত্রু। এদের দমন করা সময়ের দাবি। রাষ্ট্রবিরোধী ধর্ম ব্যবসায়ীদের ঔদ্ধত্যের বিরুদ্ধে অবিলম্বে আইনি ব্যবস্থা ও একই সঙ্গে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা উচিৎ।
ফোরামের কার্যনির্বাহী সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুরুল আলমের সভাপতিত্বে সভায় প্রয়াত মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ও ফোরামের ভাইস চেয়ারম্যান বীর উত্তম অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সি আর দত্ত, সেক্টর কমান্ডার ও সংগঠনের ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আবু ওসমান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ও ফোরামের সহ সভাপতি আনোয়ার উল আলম শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও ফোরামের সহ সাংগঠনিক সম্পাদক ছাইদুজ্জামান তারা এবং ফোরামের আইনবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান শওকতের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। প্রয়াত সেক্টর কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে পরবর্তীতে আনুষ্ঠানিক স্মরণসভার আয়োজন করা হবে বলে সভার পরে জানান নেতারা। ফোরামের বিশেষ প্রকাশনা ‘মুজিব জন্মশতবর্ষ স্মারকগ্রন্থ’র আনুষ্ঠানিক প্রকাশনা অনুষ্ঠান করারও সিদ্ধান্ত হয় উক্ত সভায়। সভায় যোগ দিয়েছিলেন সেক্টর কমান্ডারস ফোরামের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা হারুন হাবীব, যুগ্ম মহাসচিব শাহজাহান মৃধা বেনু, কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা ডা. মনসুর আহমদ, দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বখতিয়ার উদ্দিন চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কামাল উদ্দিন, কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক নুরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম পাকন, নারী বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বুলবুল মহলানবীশসহ অন্যরা।