ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনার্স ও মাস্টার্সের শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করতে আবাসিক হল খুলে দেয়াসহ ছয় দফা দাবিতে মানববন্ধন করেছে ।
বুধবার (২৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ মানববন্ধন করেন তারা।
এরপর দুপুরে উপাচার্যের কার্যালয়ে এই স্মারকলিপি প্রদান করা হয়। শিক্ষার্থীরা সেখানে হল বন্ধ রেখে একাডেমিক কার্যক্রম পরিচালনা এবং পরীক্ষা নেয়াকে অযৌক্তিক ও অমানবিক সিদ্ধান্ত বলছেন ।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী অনিক হাসান বলেন, আমাদের এই কর্মসূচি পরীক্ষার বিরুদ্ধে না, প্রশাসনের বিরুদ্ধেও না। আমরা শিক্ষার্থীদের স্বার্থ নিয়ে কথা বলতে এসেছি।
তাদের ৬ দফা দাবি হলো, আবাসিক হল বাসযোগ্য ও সঠিক ব্যবস্থাপনা শেষ করে খুলে দিতে হবে। সব কোর্সের রিভিউ ক্লাস নিতে হবে যেন যারা অনলাইন ক্লাস করতে পারেনি তাদের প্রতি অবিচার না হয়। একসাথে দুটো সেমিস্টার ফাইনাল লেয়া যাবে না। একটি সেমিস্টার শেষ করে পরবর্তী সেমিস্টারের প্রস্তুতির জন্য একটি নির্দিষ্ট সময় দিতে হবে। অনাবাসিক শিক্ষার্থীদের জন্য বাসে যাতায়াতের নিশ্চিত করতে হবে। যেসব বিভাগের পরীক্ষার রুটিন ষোষণা করা হয়েছে তা বাতিল করে পুনরায় তারিখ ঘোষণা করতে হবে। স্বাস্থ্যবিধি মেনে ক্যাম্পাসের সব কার্যক্রম অতিদ্রুত স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনতে হবে।